জ্যোতিষরাজ লিটন দেওয়ানের ভবিষ্যতবানী:নতুন বছর শেখ হাসিনার আরো উন্নতি হবে,খালেদা জিয়া অগোছালো খেলাধূলা করছেন
বাংলাদেশের অন্যতম বিশিষ্ঠ জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী ভবিষ্যতবানী করে বলেছেন, নতুন বছর শেখ হাসিনা সরকারের আরো উন্নতি হবে। বিদেশী রাষ্ট্র সমূহের সঙ্গে সরকারের সম্পর্ক আরো দৃঢ় হবে। বিরোধী দল সরকারের কিচ্ছু করতে পারবে না। তাছাড়া বিরোধী দল যে আন্দোলন করছে এটাকে বাচ্চাদের খেলাধূলা বলা যায়। খালেদা জিয়ার উচিত আরো গুছিয়ে আন্দোলন করা। খালেদা জিয়া এরকম অগোছালো আন্দোলন করলে বিরোধী দল এগুতে পারবেনা।
লিটন দেওয়ান চিশতী বলেছেন,এ বছর বিদেশী রাষ্ট্র সমূহের সঙ্গে সরকারের সম্পর্ক আরো দৃঢ় হবে। এবছরই খুব শিগগির তিস্তার পানি চুক্তি হবে ভারতের সঙ্গে।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্ম হওযায় আমাদের দেশ ধনুক রাশি। নতুন বছর ২০১৫ ধনুক রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবছর আন্দোলন হবে কিন্তু বিরোধী দল সরকারের কোন কিচ্ছু ক্ষতি করতে পারবে না।বরং বিরোধী দল যেভাবে আন্দোলন করছে সেটা বাচ্চাদের খেলাধূলার মত। এভাবে অগোছালো আন্দোলন হলে বিরোধী দলের সকল আন্দোলন বুমেরাং হবে। ইতিমধ্যে বছরের শেষ লগ্নে এর আলামত দেখা গেছে। ঢাকার বাইরে আন্দোলনের সময় নিরীহ শিক্ষিকার মৃত্যু বিরোধী দলের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
এ বছর আন্দোলনের ঝড় আসবে কিন্তু সে ঝড়ে জাহাজ ডুববে না। বিরোধী দল আন্দোলন সাকসেস করতে পারবে না। দলে বিভক্তি দেখা দিতে পারে। শীর্ষ রাজনীতিবিদদের বিভেদ প্রকট আকার দেখা দেবে। প্রতিহিংসা বাড়বে।রাজনীতিতে ল্যাং মারার প্রবণতা এবার প্রবল আকার ধারণ করতে পারে। এক্ষেত্রে বিরোধী দলীয় জোটে বিশেষ বিভক্তি’ও দেখা দিতে পারে।