• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

জ্যোতিষরাজের দৃষ্টিতে ৪ থেকে ১০ মে আপনার ভাগ্য-


প্রকাশিত: ৮:২৫ পিএম, ৩ মে ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

Liton dewan
৪ মে ২০১৮

 

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী  :   আজ  ২১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ৪ মে ২০১৮ ইং এবং ১৭ শাবান ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : কৃষ্ণ চতুর্থী, নক্ষত্র : মূলা। সূর্যোদয় ৫:২৩ ও সূর্যাস্ত ৬:২৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
পাওনা অর্থ ফেরৎ পেতে অসুবিধায় পড়বেন। রক্তজনিত কোন রোগ দেখা দিতে পারে। চোখের সমস্যায় ভুগবেন। অর্থকষ্ট হতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ভুল বোঝা থেকে সতর্ক থাকবেন। চাকরিক্ষেত্রে শুভ ঈঙ্গিত রয়েছে। সুনাম বাড়বে। যাত্রা শুভ।  কোন শিক্ষকের সহায়তায় উপকার পেতে পারেন।

মিথুন ২১ মে – ২০ জুন
উচ্চ-শিক্ষার ক্ষেত্রে বিষয় নির্বাচনে অসুবিধা দেখা দিতে পারে। নিজের দোষে বা অবহেলায় কোন সুযোগ নষ্ট করা সম্পর্কে সতর্ক থাকবেন। আশা পূর্ণ হতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
শারীরিক কল্যাণ হবে। ক্রীড়াবিদদের নতুন কোন যোগাযোগ উৎসাহিত করবে। চিত্রকর বা ভার্স্কয শিল্পীদের সম্মান বা সরকারী অনুদান পাবার সম্ভাবনা।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
উদরপীড়ায় কষ্ট। হঠাৎ দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। আপনার জীবনে উন্নতি অনিবার্য। তবে মাঝে মাঝে অর্থব্যয় এবং ভুল-ভ্রান্তির সম্ভাবনা আছে। হতাশ হবেন না।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্নতা হবে। শাসন বিভাগে নিযুক্ত ব্যক্তিদের মনের উপর বিশেষ চাপ পড়ার সম্ভাবনা। মহিলার দ্বারা বিশেষ উপকৃত হবার সম্ভাবনা।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
কোন অভিযানে যাবার সুযোগ আসবে। কোন বন্ধুর জন্যে কোন ত্যাগ স্বীকার করতে পারেন। কোন ব্যাপারে মনের উপর চাপ পড়তে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
সম্পত্তির ব্যাপারে বিরোধ হবার আশঙ্কা। বিরোধীদের সম্পর্কে সাবধান থাকা দরকার। রক্তের চাপ বৃদ্ধি পেতে পারে। স্ত্রী স্বাস্থ্য সম্পর্কে অবহেলা করবেন না।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
উচ্চ-শিক্ষার্থে বিদেশ যাবার সুযোগ আসতে পারে। পুস্তক ও কাগজ সম্পর্কে সাবধান থাকা দরকার। রক্তের চাপ বৃদ্ধি পেতে পারে। স্ত্রী স্বাস্থ্য সম্পর্কে অবহেলা করবেন না।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
বিদেশ যাবার সুযোগ আসতে পারে। পুস্তক ও কাগজ ব্যবসায়ীদের কোন সমস্যা সৃষ্টি হতে পারে। কোন আত্মীয়ের অসুস্থতায় মনের উপর চাপ পড়বে ও  অর্থব্যয়ের সম্ভাবনা।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি
চাকরিরত মহিলাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অলৌকি শক্তিতে বিশ্বাস করে প্রতারিত হওয়ার আশঙ্কা। সমাজসেবা-মূলক কাজে অংশগ্রহণ করে অনেকের  সহানুভূতি পাবেন।

মীনা ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
মিতব্যয়ী হলে সঞ্চয় করতে পারেন। ভবিষ্যৎ ফলাফল ভাল নয়। বিপদের সম্ভাবনা আছে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পেলেও পরিশ্রমের দ্বারা প্রতিষ্ঠিত হতে পারবেন।
Liton dewan
৫ মে ২০১৮

 

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী  :  আজ ২২ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ৫ মে ২০১৮ ইং এবং ১৮ শাবান ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : কৃষ্ণ পঞ্চমী, নক্ষত্র : পূর্বাষাঢ়া। সূর্যোদয় ৫:২৩ ও সূর্যাস্ত ৬:২৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
অবহেলার কারণে কারো দ্বারা তিরস্কৃত হতে পারেন। পুস্তক ও কাগজ ব্যবসায়ীদের বিশেষ কোন সমস্যা আসতে পারে। চলাফেরায় সাবধান। চলাফেরায় সতর্ক থাকবেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
ক্রীড়াবিদদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষ সাফল্য আসবে বা বিদেশে যাবার সুযোগ পেতে পারেন। চাকরিক্ষেত্রে কোন আশা পূরণ হতে পারে।

মিথুন ২১ মে – ২০ জুন
হিতৈষীজনকে ভুল বোঝা থেকে সতর্ক থাকুন। সন্তানদের জন্য কোনও দুর্ভবানার আশঙ্কা আছে। পরীক্ষা বা চাকরির ব্যাপারে কোন যোগাযোগ হবে। পিতা বা মাতার অসুখ চিন্তায় ফেলবে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
সম্ভাব্য ক্ষেত্রে সরকারি সহায়তা পেতে পারেন। ব্যবসায়ীদের হিসাবপত্র ঠিক রাখা দরকার নচেৎ হঠাৎ কোন গোলমাল হতে পারে। বাইরে যাবার সম্ভাবনা আছে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা। অযথা কারোর সঙ্গে তর্ক-বিবাদে যাবেন না। বিশেষ কোন কারণে এ’কদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।  ভ্রমণ শুভ হবে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ব্যবসা ক্ষেত্রে ব্যস্ত থাকতে হতে পারে। অশুভ গ্রহের প্রভাবে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। বিভিন্ন বিষয়ে আর্থিক ব্যয় বেশি হতে পারে।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
নিজের মর্যাদা রক্ষার জন্য কোন ত্যাগ স্বীকার করতে হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন। কোন সন্তানের চাকরিতে যোগদান হতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
সাহিত্যিকের কোন গ্রন্থ সমাদৃত হবে ও সম্মান বৃদ্ধি পাবে।  পরিকল্পনা অনুযায়ী কাজে সাফল্য আসবে। মাথা কিংবা পায়ে কোন কষ্ট দেখা দিলে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নেবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
স্বেচ্ছাকৃত বিবাহে এখন রাজী না হওয়াই সমীচিত। বাড়িঘর তৈরী অথবা কেনাকাটা আগে আইনের দিকটা ভাল করে দেখে নেবেন। বিপদে পড়ার আশঙ্কা আছে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
চাকরিক্ষেত্রে সুনাম বাড়লেও এখনই পদোন্নতির যোগ নেই। কেনা-বেচা ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। অন্যের শত্রুতা সম্পর্কে সাবধান।
কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি
নিজের কোন যোগ্যতার স্বকৃতি পেতে পারেন। বিশিষ্টজনের সঙ্গ আনন্দ দিতে পারে। মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা শুভ ফল আসতে পারে।

মীনা ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
স্থাবর বা অস্থাবর সম্পত্তির জন্য অশান্তি দেখা দিতে পারে। ভ্রমণ ব্যবসায়ও আর্থিক লাভের সুযোগ রয়েছে।  অর্থ বিনিয়োগের সুফল পাবার সম্ভাবনা।

Liton dewan
৬ মে ২০১৮

 

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী  :   আজ ২৩ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ৬ মে ২০১৮ ইং এবং ১৯ শাবান ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি : কৃষ্ণ ষষ্ঠী, নক্ষত্র : উত্তরাষাঢ়া। সূর্যোদয় ৫:২২ ও সূর্যাস্ত ৬:৩০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
আপনার যোগ্যতা থাকলেও মনস্থিরতার অভাবে কিছু সুযোগ হারাবেন। অত্যাধিক কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
অসতর্কতার জন্য কোন জিনিসের ক্ষতি বা অর্থক্ষতির আশঙ্কা আছে। সরকারী চাকরিতে কোন সুখবর পেতে পারেন। নিজেকে নির্লিপ্ত রাখবেন।

মিথুন ২১ মে – ২০ জুন
পরিবারের কারোর ব্যবহারে অশান্তি বা দুঃখ পাবার সম্ভাবনা আছে। পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
পরিবারের কারোর ব্যবহারে অশান্তি বা দুঃখ পাবার সম্ভাবনা আছে। পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
আপনার অসহিষ্ণু মনোভাবের জন্য কাউকে রূঢ় কথা বলে ফেলতে পারেন। পরে অনুতপ্ত হবেন। কোন বন্ধুর দ্বারা চাকরির ক্ষেত্রে সুফল পাবেন।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বয়স্ক কর্মক্ষমরা ম ব্যক্তিরা নতুন কোন উপার্জনের সুযোগ পাবেন। আপনার মনের মধ্যে কোন না কোনভাবে একটা অভাববোধ থাকবে। কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাবেন। শরীর স্বাস্থ্য ভাল যাবে না।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
আয় বাড়বে। অনাদায়ী অর্থ হাতে আসার ফলে আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে। কোন সন্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। চাকরিক্ষেত্রে আপনার একাগ্রতা ও নিয়মানুবর্তিতা উন্নতির পথ প্রশস্ত করবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
এখনই নতুন ব্যবসায়ের ঝুঁকি নেবেন না। শে­ষ্মাজনিত কারণে কষ্ট পাবেন। বাত ব্যথা এবং পেটের সমস্যায় ভুগবেন। প্রাপ্তি যোগ আছে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন শুভ সংবাদে উৎফুল­ হতে পারেন। দাম্পত্য অশান্তি।  স্ত্রীর দিক থেকে আর্থিক সাহায্য পাওয়ায় নতুন কোন পরিকল্পনা হতে পারে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
আপনার সহানুভ‚তি থেকে বঞ্চিত কোন আত্মীয়ও শত্রু হয়ে উঠবে। সতর্ক থাকুন। পারিবারিক বিষয়ে পিতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি
চাকরি ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় অনেক কাজ শেষ করতে পারবে। আর্থিক চিন্তা থাকবে। পরিবারের ভিতরে মতবিরোধ দেখা দিবেন।

মীন ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
কোন কারণে মন বিক্ষিপ্ত থাকার ফলে কাজকর্মে অনীহা দেখা দেবে। ব্যবসায়ে পুনঃঅর্থ বিনিয়োগের আগে চিš—া করবেন। পরিবারের কারোর বড় ধরনের অসুস্থতা আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে।

Liton dewan

৭ মে ২০১৮

 

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী  :   আজ ২৪ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ৭ মে ২০১৮ ইং এবং ২০ শাবান ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : কৃষ্ণ সপ্তমী, নক্ষত্র : শ্রবণা। সূর্যোদয় ৫:২২ ও সূর্যাস্ত ৬:৩০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
অযথা কারোর সঙ্গে তর্ক-বিবাদে মানসিক অশান্তিতে ভুগতে পারেন। অনাদায়ী অর্থ কিছু আদায় হবে। বিরোধ-বিতর্ক এড়িয়ে চলুন। ভুলের ফলে ক্ষতির সম্ভাবনা আছে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
শিক্ষাক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিদের সুনাম ও অর্থলাভ। কোন শরিকী সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে।চাকরিক্ষেত্রে কোন কাজ সুষ্ঠুভাবে পালন করায় সুনাম পাবেন।

মিথুন ২১ মে – ২০ জুন
কাজকর্মে সাফল্য পাবার ফলে উপার্জন বৃদ্ধি পাবে। গলার কোন রোগে কষ্ট পেতে পারেন।পরিবারের কারোর ব্যবহারে দুঃখ পেতে পারেন। কোন সংবাদে মন বিচলিত হতে পারে।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
অসমাপ্ত কাজ শেষ করতে পেরে মানসিক শান্তিপাবেন।শিক্ষার্থীদের সাফল্য আসবে। ব্যবসায়ে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
চাকরি ক্ষেত্রে কোন সমস্যা আসতে পারে। সতর্ক থাকবেন।চিকিৎসক ও আইনজ্ঞদের সুনাম ও অর্থ লাভ। চাকরির ক্ষেত্রে আয়বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা আছে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
ভ্রমণ হতে পারে। ধৈর্যসহকারে কাজকর্ম করবেন।রাজনীতিক্ষেত্রেও সমস্যা আসতে পারে। নিজেকে সংযত রেখে সব কাজে অগ্রসর হবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
ব্যয়বাহুল্যের ফলে চিন্তা বৃদ্ধি পাবে।পারিবারিক কোন কাজে ব্যস্ত হতে পারেন। ব্যবসায় অহেতুক কোন ঝামেলায় জড়িয়ে বদনাম হতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
ব্যয়বৃদ্ধি হলেও অসুবিধে হবে না। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমপ্রীতির ব্যাপারে শুভ ফল। ব্যবসায়ের ঋণ কিছুটা পরিশোধ করতে পারবেন।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
কোন আত্মীয়ের বিপদে ব্যস্ত হতে পারেন। চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতার সহযোগিতায় কোন সম্পত্তির বিষয়ে সমাধান হবে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
অর্থও কিছু হাতে পাবেন। কাজকর্মের পরিধি বাড়বে। শিক্ষাক্ষেত্রে কিছু বিঘ্ন আসতে পারে।  কোন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে আনন্দ পাবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
বিজ্ঞান ও গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। সাংবাদিকদের শুভ সময়। ব্যবসাক্ষেত্রে মন্দাভাব কাটবে ও আর্থিক উন্নতি হবে। আর্থিক কোন পরিকল্পনা সার্থক হতে পারে।

মীন ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
পরিশ্রমের দ্বারা অসমাপ্ত কাজে শেষ করতে পারবেন। ব্যয় বৃদ্ধি হবে, গবেষণায় নিযুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে। দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পেলেও হাতে অর্থ আসবে। কর্ম উপলক্ষে বাইরে যাবার সম্ভাবনা আছে।

 

Liton dewan

৮ মে ২০১৮

 

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী  :  আজ ২৫ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ৮ মে ২০১৮ ইং এবং ২১ শাবান ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, তিথি : কৃষ্ণ অষ্টমী, নক্ষত্র : শ্রবণা। সূর্যোদয় ৫:২১ ও সূর্যাস্ত ৬:৩১। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
ঘনিষ্ঠ কারো জন্য শোক পেতে পারেন। চাকরিক্ষেত্রে কোন সুখবর পেতে পারেন। পতি-পত্নী উভয়েই উভয়ের জন্য কোন দুশ্চিন্তায় পড়তে পারেন।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
স্বজন বিরোধে নিজেকে নির্লিপ্ত বা সংযত রাখবেন। কোন সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে। বিদেশে কর্মরত ভ্রাতার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

মিথুন ২১ মে – ২০ জুন
ব্যয়বাহুল্যের ফলে চিন্তা বৃদ্ধি পাবে। ব্যর্থতা বাড়বে।  সুনাম বৃদ্ধি।চাকরিক্ষেত্রে কোনভাবে মনের উপর চাপ পড়তে পারে। সামাজিক কাজে সুনাম অর্জন করবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
বাইরে কোথাও যাবার চেষ্টায় বাধা পেতে পারেন। মিথ্যা কোন মামলায় জড়িয়ে পড়তে পারেন। কোন বন্ধুর বা আত্মীয়ের সাহায্য পাবেন। গলার কোন কষ্ট বা অসুবিধা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
নিরাপত্তা বিভাগে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি ঘটতে পারে। অযথা কোন গোলমালে জড়িয়ে পড়তে পারেন। কারোর শত্রæতা বা বিরোধিতা সম্পর্কে সাবধান।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
বিশেষ কোন কাজে বা কোন সম্মেলনের উদ্দেশ্যে বাইরে যেতে হতে পারে। নিজের চাকরি ক্ষেত্রে পদোন্নতিসহ দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। ভ্রমণে আনন্দলাভ করবেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
চাকরির ক্ষেত্রে কোন সংবাদে মন প্রফুল­ থাকবে। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। আর্থিক সমস্যা দুশ্চিন্তায় ফেলতে পারে।  অযথা কোন ঝুঁকি নেবেন না।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
কোন ব্যক্তির দ্বারা লাভের সুযোগ আসবে। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে মানসিক শান্তিপাবেন। শারীরিক কোন ক্ষতির সম্ভাবনা আছে। স্বাস্থ্য ভাল যাবে না।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
শিক্ষাক্ষেত্রে সমস্যা আসতে পারে। কোন অপ্রিয় সংবাদে মন চঞ্চল হতে পারে। বিদ্যুৎ থেকে সাবধান। রাজনীতিতে প্রভাব বাড়লেও সতর্ক থাকবেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
হঠাৎ অসুস্থ্য হতে পারেন। কোন আত্মীয় সমস্যায় বিব্রত হতে পারেন। কারো প্ররোচণায় অর্থ ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে পিতার সহযোগিতা পাবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
বিজ্ঞান ও মনস্তত্ব বিভাগের ছাত্র-ছাত্রীদের সাফল্য আসবে। অনাদায়ী অর্থ কিছু আদায় হবে। কোন বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন।

মীনা ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
শারীরিক কোন ক্ষতির সম্ভাবনা আছে। সাবধানে চলাফেরা করবেন। সৃষ্টিধর্মী কাজের সাফল্য আসবে। সংসারে ব্যয়বৃদ্ধির ফলে অশান্তিদেখা দেবে।

Liton dewan
৯ মে ২০১৮

 

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী  :  আজ ২৬ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ৯ মে ২০১৮ ইং এবং ২২ শাবান ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : কৃষ্ণ নবমী, নক্ষত্র : ধনিষ্ঠা। সূর্যোদয় ৫:২০ ও সূর্যাস্ত ৬:৩১। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
নিজের ক্ষতি করেও পরের উপকার করতে কুণ্ঠিত হবেন না। আগের কোন কাজের সুফল এখন পেতে পারেন। পরিবারের কারোর চাকরি পাবার সন্তাবনা আছে।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
পিতার সহযোগিতায় কোন সম্পত্তির বিষয়ে সমাধান হবে। কাজকর্মের পরিধি বাড়বে। পারিবারিক শান্তিবজায় থাকবে। প্রেমপ্রীতির ব্যাপারে শুভ ফল।

মিথুন ২১ মে – ২০ জুন
বিজ্ঞান ও গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। সাংবাদিকদের শুভ সময়। চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। অর্থও কিছু হাতে পাবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
পরিশ্রমের দ্বারা অসমাপ্ত কাজে শেষ করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে কিছু বিঘ্ন আসতে পারে। কোন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে আনন্দ পাবেন।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
আইনগত সমস্যার কারণে চিন্তা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে মন্দাভাব কাটবে ও আর্থিক উন্নতি হবে। আর্থিক কোন পরিকল্পনা সার্থক হতে পারে।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পেলেও হাতে অর্থ আসবে। কর্ম উপলক্ষে বাইরে যাবার সম্ভাবনা আছে। কোন ভ্রাতার অসুস্থার জন্য চিন্তা হবে। দুঃখ পেতে পারেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
শারীরিক অসুস্থতার জন্য কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। স্নায়ুপীড়া দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি হবে। গবেষণায় নিযুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
নব্য আইনজ্ঞরা তাদের সিনিয়রদের সাহায্য পাবেন ও আয় বৃদ্ধি ঘটবে। কলহ-বিবাদ এড়িয়ে চলবেন। অকারণে অপমানিত হতে পারেন। আয় বৃদ্ধি পাবে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
উপকারীরা আপনার উপকার স্বীকার করবে না। পিতা বা মাতার অসুখে সঙ্কট দেখা দিতে পারে। কাজকর্মে অনিহা। নিজের বুদ্ধি বিবেচনার দ্বারা কাজ করবেন।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কারোর আচরণে মনের উপর চাপ পড়তে পারে। শিশু সন্তানের শরীর নিয়ে চিন্তায় থাকবেন। যুব ক্রীড়াবিদদের কৃতিত্ব পাওয়ার সম্ভাবনা। অসম্পূর্ণ কাজ শেষ করে আনন্দিত হবেন।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
সার্বিক সহায়তা আছে। সংসারে ব্যয়বৃদ্ধি নিয়ে অন্যান্যদের সঙ্গে মতবিরোধ। বুদ্ধিজীবীদের কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি ঘটবে। বিশেষ কোন কারনে আনন্দিত হবেন।

মীনা ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
কোন গুরুত্বপূর্ণ কাজে জটিলতা দেখা দিবে। আমদানী-রপ্তানী ব্যবসায় কোন বাধা-বিঘœ সৃষ্টি হবে। নিজের ভাবপ্রবণতা ত্যাগ করে কাজ করবেন।

Liton dewan

১০ মে ২০১৮

 

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী  :  আজ ২৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ১০ মে ২০১৮ ইং এবং ২৩ শাবান ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি : কৃষ্ণ দশমী, নক্ষত্র : শতভিষা। সূর্যোদয় ৫:২০ ও সূর্যাস্ত ৬:৩২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা।

মেষ ২১ মার্চ – ২০ এপ্রিল
কাজকর্মে মন বসবে না। উদাসীনতা ত্যাগ করলে সাফল্য পাবেন। সময়ের পরিবর্তন হবে। নতুন যাঁরা চাকরিতে যোগদান করেছেন তাঁরা এখনই কোন সহযোগিতা পাবেন না।

বৃষ ২১ এপ্রিল – ২০ মে
তবে ব্যয়বাহুল্যের ফলে সঞ্চয় হবে না। চাকরিক্ষেত্রে সুনাম পাবেন। পুরানো কোন সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। বিশিষ্ট কোন ব্যক্তির সহায়তায় ব্যবসায় প্রসার  ঘটবে।

মিথুন ২১ মে – ২০ জুন
বিশেষ কোন কাজের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হবে। চাকরিক্ষেত্রে আয়-উপার্জন বৃদ্ধি পাবে। সৎবন্ধুর সহযোগিতা পাবেন।

কর্কট ২১ জুন – ২০ জুলাই
আপনার বিচক্ষণতা ও পরিশ্রমের দ্বারা অনেক সমস্যার সমাধান হবে। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় উন্নতির ফলে অর্থলাভ হবে।
আপনার ভুলের জন্য কোন কাজে ত্রুটি দেখা দিতে পারে। কেউ আপনার ক্ষতির চেষ্টা করবে। নিজের উপর বিশ্বাস রেখে চলবেন। কারোর প্ররোচণায় ভুলবেন না।

সিংহ ২১ জুলাই – ২১ আগষ্ট
মানসিক অবসাদে কাজকর্মের ক্ষতি হতে পারে। বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে। সঠিক সিদ্ধান্তনিতে পারলে লাভবান হবেন। প্রিয়জন সান্নিধ্যে আনন্দলাভ।

কন্যা  ২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর
উচ্চ-শিক্ষার্থে বিদেশ যাওয়ার স্বপ্ন সফল হতে পারে।  পরীক্ষার্থীরা শুভফল প্রত্যাশা করতে পারেন। বিশেষ কোন ব্যাপারে উৎসাহিত হতে পারেন।

তুলা ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
বিবাহিত কোন কন্যার ব্যাপারে আনন্দিত হতে পারেন। প্রতিযোগিতামূলক কাজের সাফল্য পাবে। একচেটিয়া ব্যবসায়ে যাঁরা রয়েছেন তাঁদের দুশ্চিন্তার কারণ ঘটতে পারে।

বৃশ্চিক ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
দাম্পত্য বিচ্ছেদ মনের উপর বিশেষ চাপ পড়তে পারে। কারোর সহানুভ‚তি পাবেন। নিজেকে সংযত রাখবেন। বেকারদের চাকরির সুযোগ আসতে পারে।

ধনু ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর
বুদ্ধিজীবীদের সময়টা অনুকুল বলা যায়। শারীরিক কোন কষ্ট দেখা দিলে অবহেলা করবেন না। কোন কোম্পানীর মালিক অসুবিধায় পড়ার আশঙ্কা আছে।

মকর ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
কাজকর্মে চাপ থাকলেও আশানুরূপ অর্থ হাতে আসবে না। কোন সহৃদয় ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ীদের সময়টা অনুকুল নয়।

কুম্ভ ২০ জানুয়ারি – ১৮ ফেব্রæয়ারি
হঠাৎ কারোর অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।  ঠান্ডা মাথায় কাজ করবেন। অযথা কাউকে তিরস্কার করে পরে অনুতপ্ত হবেন। হতাশা আসতে পারে।

মীনা ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
নিজেকে সংযত রাখবেন। ঘনিষ্ঠ কারো জন্য শোক পেতে পারেন। চাকরিক্ষেত্রে কোন সুখবর পেতে পারেন। পতি-পত্নী উভয়েই উভয়ের জন্য কোন দুশ্চিন্তায় পড়তে পারেন।