• বুধবার , ২৭ নভেম্বর ২০২৪

‘জ্যাম’সিনেমা কেক কাটলেন সড়কমন্ত্রী


প্রকাশিত: ৪:১৫ পিএম, ২৩ জুলাই ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৯০ বার

বিনোদন রিপোর্টার : ঢাকা ক্লাবে সবাইকে সঙ্গে নিয়ে ‘জ্যাম’ সিনেমার কেক কাটলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। অভিনেতা ও প্রযোজক মান্নার প্রয়াণের পর কৃতাঞ্জলি চলচ্চিত্রের প্রথম নিবেদন- ‘জ্যাম’ সিনেমা।আমন্ত্রণপত্রে এভাবেই লিখেছেন শেলি মান্না, জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত মান্নার স্ত্রী। এবার তিনি চলচ্চিত্র প্রযোজনা করছেন। ছবির নাম ‘জ্যাম’। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।

আজ সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে কেক কেটে ছবিটির যাত্রা শুরু করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। মহরত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেলি মান্না, ছবির নায়ক-নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস ও পূর্ণিমা, সুচন্দা, এ টি এম শামসুজ্জামান, মান্নার ছেলে সিয়াম ইলতিমাস, নঈম ইমতিয়াজ নেয়ামূলসহ অনেকে।

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শেলি মান্না বলেন, ‘আমাদের এই অনুষ্ঠানে যাঁরা এসেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ৷ আর বাংলাদেশ সরকারের দুজন মন্ত্রী এসে আমাদের এই অনুষ্ঠান আরও আলোকিত করেছেন। সুচন্দার মতো জনপ্রিয় অভিনেত্রী এখানে এসে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের জন্য তা পরম পাওয়া। আশা করছি “জ্যাম” ছবিটি দর্শকদের পছন্দ হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মান্না অনেক জনপ্রিয় অভিনেতা ছিলেন। কিন্তু মধ্যগগন থেকে তিনি ঝরে পড়েছেন। আজকের দিনে তাঁর মতো অভিনেতার দরকার ছিল। সিনেমা হতে পারে মানুষের জীবন গঠনের অন্যতম হাতিয়ার। “জ্যাম” যেন তেমনই একটি ছবি হয়, সেই কামনা থাকল।’সুচন্দা বলেন, ‘মান্না জনপ্রিয় নায়ক ছিলেন। অনেক দিন পর তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আবার ছবি তৈরি হচ্ছে৷ এই ক্রান্তিকালে এমন উদ্যোগ খুব প্রশংসনীয়। এই ছবি আর মান্নার পরিবারের জন্য আমার অনেক শুভকামনা।’

গতকাল রোববার ঢাকায় এসেছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। আমাদের সব কটি ছবি হিট হয়েছিল। আজকের অনুষ্ঠানে এসে তাঁকে খুব মনে পড়ছে।’ঋতুপর্ণা আরও বলেন, ‘অনেক দিন ধরে আমাদের দুই বাংলার সংস্কৃতির আদান-প্রদান হচ্ছে। কিন্তু দুই বাংলার শিল্পীদের আসা-যাওয়ার পথটা মসৃণ না৷ আমি আশা করব, “জ্যাম” ছবির মধ্য দিয়ে আমাদের মনের জ্যাম দূর করে দুই বাংলার শিল্পীদের যাতায়াত সহজ হবে৷’

মহরত অনুষ্ঠানে জানানো হয়, ১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে ছবিটি তৈরি হচ্ছে। ‘জ্যাম’ ছবিতে অভিনয় করবেন ফেরদৌস ও পূর্ণিমা। এরই মধ্যে তাঁদের দুজনের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত আর আরিফিন শুভ কাজ করার কথা আছে। তবে শিগগিরই তা চূড়ান্ত করা হবে। ‘জ্যাম’ ছবির শুটিং শুরু হবে আগামী অক্টোবর মাসে।