• বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪

‘জেসমিনের মৃত্যু’র বিচার বিভাগীয় তদন্ত দিন প্রধানমন্ত্রী’


প্রকাশিত: ৫:১৮ পিএম, ২৯ মার্চ ২৩ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ চেয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক নূর খান।বুধবার দুুপুর সাড়ে ১২টায় রাজধানীর লালমাটিয়ায় আসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

নূর খান বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া, অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার নির্দেশনা দিন। যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করুন। আইনের আওতায় নিয়ে আসুন, বিচার করুন। আর একটি মানুষও যাতে এ ধরনের নির্যাতন, হয়রানি, খুনের শিকার না হন।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা চাওয়ার কারণ জানতে চাইলে নূর খান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যেটা লক্ষ করছি, আমাদের আর কথা বলার সুযোগ নেই। একজনের কাছেই সবকিছু, একজনের উপরই নির্ভর করে। সেই জায়গা থেকে এই আহ্বান জানানো।’

সংবাদ সম্মেলনে আসক পরিচালক (কর্মসূচি) নীনা গোস্বামী বলেন, ‘নারীদেরকে এভাবে হয়রানি করা এটা আমাদের সমাজে আরও বেশি উদ্বেগজনক। এখানে নারীদের গ্রেপ্তার করার বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশনায় বলা হয়েছে, কীভাবে গ্রেপ্তার করতে হবে। তার একটাও এখানে মানা হয়নি।’

উল্লেখ্য, ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে সুলতানা জেসমিনকে আটক করে র‍্যাব। ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।স্বজনদের দাবি, হেফাজতে থাকা অবস্থায় ওই নারীকে নির্যাতন করা হয়েছে। র‌্যাব শুরু থেকেই তা অস্বীকার করে এসেছে।