‘জেসকিন ইঞ্জেকশন দিয়ে শ্বাসরুদ্ধ করে সালমান শাহকে হত্যা করা হয়’
স্টাফ রিপোর্টার : ‘সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে-‘জেসকিন ইঞ্জেকশন দিয়ে শ্বাসরুদ্ধ করে। এছাড়া আত্মহত্যার নামে মিথ্যা নাটক সাজিয়ে খুনিরা সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আজও তৎপর রয়েছে। গত ২১ বছর ধরে কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরেও এর সুরাহা হয়নি।’ এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা বেগম নীলা চৌধুরী।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তিন তলায় এক সংবাদ সম্মেলনে নীলা চৌধুরী এসব কথা বলেন। সালমান শাহকে হত্যার বিচারের দাবিতে সালমান শাহ ভক্ত ঐক্যজোট এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নীলা চৌধুরী বলেন, ‘ডিবি, সিআইডি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন জায়গা থেকে ইনভেস্টিগেশনকে ধামাচাপা দেওয়া হয়।
চতুর্থবারের মতো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে র্যাব এ তদন্ত শুরু করলে আমি রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বাধাপ্রাপ্ত হই। পরবর্তিতে রাষ্ট্রপক্ষের এ বাধা উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হওয়ায় আমরা আবার সালমান শাহ’র হত্যা মামলা বর্তমানে পিবিআই এর মাধ্যমে হত্যা মামলা হিসেবে তদন্তের সুযোগ পেয়েছি।
তিনি বলেন, ‘ফাঁসিতে ঝুলে আত্মহত্যা হলে মানুষের ঘাড়ের হাড় ভেঙে যাওয়ার কথা, কিন্তু সালমানের ঘাড়ের হাড় অক্ষত ছিল। নিয়ম অনুযায়ী পোস্টমর্টেম করার আগে এক্স-রে করতে হয়। এক্ষেত্রে তা করা হয়নি। এমনকি সালমান শাহ’র শরীরে কোনও ক্ষত ছিল না যা আত্মহত্যা বলে ধরা যায়। জেসকিন ইঞ্জেকশন পুশ করে গলায় চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়।’
নীলা চৌধুরী আরও বলেন, ‘আমার ছেলের মৃত্যুর পর তার প্রাক্তন স্ত্রী সামিরা কিংবা তার পরিবার আমার পাশে কোনও দিন দাঁড়ায়নি। সামিরার বাবা সাংবাদিককে বলেছেন, তার মেয়ে এখন সুখে সংসার করছে। তার বয়স এখন ৪২ বছর সে এসবের কিছুই জানে না। আমাদের প্রশ্ন সে এখন সালমানের বন্ধুর সঙ্গে সুখে সংসার করছে, বিগত দিনে তাহলে সংসারে কী করেছে সে? সালমানের মৃত্যুই কি তার সুখের মূল কারণ?’
তিনি বলেন, ‘আমার স্বামী বিচারের আকাঙ্ক্ষায় থাকতে থাকতে হার্ট অ্যাটাকে মারা যান। আমিও বিচারের আশায় চরম অশান্তি এবং মানসিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছি। মৃত্যুর আগে যেন দেখে যেতে পারি আমার সন্তানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ (আত্বহত্যা) খণ্ডন করা হয়েছে।’ এ সময় সালমান শাহ’র মৃত্যু সংবাদ শুনে যে সব ভক্ত আত্মহত্যা করেছেন তাদের আত্মার মাগফেরাতও কামনা করেন তিনি।