• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

জেলে সুন্দরী প্রতিযোগিতা-ডাকাত রাণী পড়লো মুকুট


প্রকাশিত: ১:২৩ এএম, ২১ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৮ বার

আসমা খন্দকার   :  তারা সবাই দাগী আসামি। কেউ চুরি করে জেল খাটছেন, কেউবা করেছেন ডাকাতি। কিন্তু তাদের সবার মাঝেই একটি মিল রয়েছে। তারা সবাই নারী আসামি। আর এই নারী আসামিদের নিয়েই ব্রাজিলের জেলে হয়ে গেল সুন্দরী প্রতিযোগিতা।

সেখানে বিভিন্ন অপরাধে জেল খাটা মহিলা কয়েদিদের মধ্যে বিউটি কনটেস্টে মানা হয়েছিলো সুন্দরী প্রতিযোগীতার সব নিয়ম কানুন। বিকিনি রাউন্ড থেকে ছিল কোয়েশ্চেন রাউন্ড। পুরো শো’ উপস্তাপনা করলেন ব্রাজিল বিখ্যাত মডেল-অভিনেত্রী ক্যারোল নাকামুরা। আর সেই প্রতিযোগিতার মুকুট পরে এক ডাকাত রানীর মাথায়।

২৭ বছরের সুনদরী কয়েদি মিশেল নেরি রাঙ্গেল ২০১০ সালে অবৈধ দেহ-ব্যবসা, ড্রাগ পাচার ও ডাকাতি-রাহাজানির দায়ে গ্রেফতার হন। মিশেল শুধু সৌন্দর্যে নয় প্রশ্নের চমকপ্রদ জবাব দিয়ে সেরার মুকুট জিতে নেন।

ব্রাজিলে মহিলাদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে। গত দশ বছরে রেকর্ড সংখ্যক মহিলা ব্রাজিলের জেলে বন্দি অবস্থায় রয়েছেন।  ব্রাজিলে ৬ লক্ষ মানুষ বন্দি। যা বিশ্বের মধ্যে চতুর্থ। ব্রাজিলের সব জেল মিলিয়ে ৩ লক্ষ ৭৭ হাজার মানুষকে বন্দি রাখার ক্ষমতা রয়েছে। সেখানে ব্রাজিলে ৬ লক্ষ মানুষ বন্দি অবস্থায় আছেন।  আর এই সুন্দরী প্রতিযোগিতা সারা বিশ্বেই সারা ফেলে।