• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

জেম হত্যার প্রধান আসামী-নিরব খুনী গডফাদার মেয়র মোখলেসের শেষরক্ষা হলো না


প্রকাশিত: ২:৫২ এএম, ৭ জুন ২৩ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৭ বার

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি : অনেক ঘটনার নিরব খুনী গডফাদার মোখলেসের শেষরক্ষা হলো না । ধরা দিতেই হলো তাকে।

নবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত;

মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নির্মলেন্দু দাশ এ আদেশ দেন।গত ১৯ এপ্রিল ইফতার কিনে বাড়ি ফেরার পথে জেলা শহরের উদয়ন মোড় এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় নিহত হন শিবগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা খাইরুল আলম জেম।

এ ঘটনায় ২২ এপ্রিল নিহতের বড়ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে পৌর মেয়র মোখলেসুর রহমান, দুই ইউপি চেয়ারম্যানসহ ৪৮ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় আদালত। এর আগে তিনি উচ্চ আদালতের নির্দেশে জামিনে ছিলেন।