• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

জেএমবি থেকে ছাত্রলীগ সভাপতি মামুন গাজী ৮ বছর পর ফের পাকরাও


প্রকাশিত: ৩:২২ এএম, ১৩ জুন ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

111নড়াইল প্রতিনিধি   :    জেএমবি থেকে  নড়াইল সদর থানা  ছাত্রলীগের সভাপতি মামুন গাজী ৮ বছর 11পর ফের পাকরাও হয়েছে পুলিশের হাতে। নতুন করে নড়াইল সদর থানা ছাত্রলীগের সভাপতি আল মামুন গাজীর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে পেয়ে স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করেছে।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস জাতিরকন্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। আর এজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃত নড়াইল সদর থানা ছাত্রলীগের সভাপতি আল আমীন গাজি জেএমবির সক্রিয় সদস্য।

জেএমবির কর্তৃক সারা দেশে একযোগে বোমা হামলার ঘটনায় সম্পৃক্ত থাকায় ছাত্রলীগ নেতা আল মামুন গাজী তখন গ্রেফতার হয়েছিল। ওই মামলা সে ৮ বছর জেল খেটে জামিনে বের হন। আজ সন্ধ্যায় সদর থানা পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে।