• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

জেএমবির ৩ নারী সুইসাইড স্কোয়াড নিয়ে তোলপাড়


প্রকাশিত: ৩:০৪ পিএম, ১১ জুলাই ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

সাইফুল বারী মাসুম : জেএমবির ৩ নারী সুইসাইড স্কোয়াড নিয়ে তোলপাড় চলছে। টাঙ্গাইলের 3 women-gmb-www.jatirkhantha.com.bdjmb_কালিহাতী থেকে গ্রেফতার হওয়া জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের এই তিন নারী সদস্যের বড় ধরনের নাশকতার প্লান করছিলেন।এদের পাকরাও করে আজ প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। টাঙ্গাইল আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জাতিরকন্ঠকে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় কালিহাতী থানার ওসি তদন্ত ও মামলা তদন্তকারী কর্মকর্তা মো: নজরুল ইসলাম ওই তিন নারীকে আদালতে হাজির করে প্রত্যেককে তিনদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মাসুম তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার রাঘবপুর গ্রামের মোকসেদুল ইসলাম মাজাম্মেল ওরফে হারেছের স্ত্রী রোজিনা বেগম (৩০), পঞ্চগড় জেলার দেবগঞ্জ উপজেলার সোনাহর ইউনিয়নের গজপুরি গ্রামের নজরুল ইসলাম ওরফে বাইক নজরুলের স্ত্রী সাহজাদা আক্তার সাথী (২২) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগড়া গ্রামের আবু সাঈদ ওরফে সবুজের স্ত্রী জান্নাতী ওরফে জেমি (১৮)।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যা ও নাশকতার সঙ্গে জড়িত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের তিন নারী সদস্যের একটি দল টাঙ্গাইলে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

এরপর সোমবার (৫ জুলাই) গভীর রাতে উপজেলার যোকারচর রেলগেটের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি ছোড়া, মানুষ জবাই করার জিহাদি ভিডিওচিত্র ও বোমা তৈরির কলাকৌশল লেখা একটি খাতা উদ্ধার করা হয়।

পরে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে ওই তিন নারী সদস্যকে মঙ্গলবার বিকালে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। এরপর রিমান্ডের জন্য সন্ধ্যায় আদালতে তাদের হাজির করা হয়। কিন্তু ঈদের ছুটির কারণে আদালতের বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাস তিনজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আজ আবেদনের শুনানি নিয়ে তাদের প্রত্যেকের ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।