জেএমবির ‘বড় হুজুর’ রিমান্ডে
স্টাফ রিপোর্টার : রাজধানীতে নব্য জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’ আবুল কাশেমকে গ্রেপ্তারের দাবি করেছে ডিএমপির সিটি ইউনিট। রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নতুন অংশ বা নব্য জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’ আবুল কাশেমকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট।
নব্য জেএমবির একাংশের ‘বড় হুজুর’ মাওলানা আবুল কাসেমকে সাতদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার কাসেমকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে রিমান্ড আবেদনে পুলিশের পক্ষ থেকে বলা হয়, আবুল কাসেম নব্য জেএমবির প্রশিক্ষক এবং সদস্যদের জন্য বই লিখতেন। নব্য জেএমবির অন্য পলাতক সদস্যদের সম্পর্কে তথ্য পেতে এবং গ্রেফতারে আবুল কাসেমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
আদালতে ওই সময় আবুল কাসেমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। কাঠগড়ায় দাঁড়ানো আবুল কাসেমের কিছু বলার আছে কি-না বিচারক তা জানতে চাইলে কাশেম জানায়, সে কিছু বলবে না।
নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা মুফতি মাওলানা মো. আবুল কাসেম ওরফে বড় হুজুরকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর সেনপাড়া পর্বত এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার পরিচালক (ডিসি) মাসুদুর রহমান।
এরপর শুক্রবার সকাল ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, ২০০৯ সালে জেএমবির একাংশের আমির মাওলানা সাইদুর রহমান গ্রেফতার হওয়ার পর কাসেম বিদ্রোহী অংশের (নব্য জেএমবির) আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।