• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

জুনিয়র নায়কের প্রেমে হাবুডুডু প্রিয়াঙ্কা!


প্রকাশিত: ৩:২৬ পিএম, ৩০ মে ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

বিনোদন রিপোর্টার :  এক জুনিয়র নায়কের প্রেমে হাবুডুডু খাচ্ছেন হলিউড বলিউড সুপার স্টার প্রিয়াঙ্কা চোপড়া! শুধু জুনিয়র Priyanka-nik-www.jatirkhantha.com.bd.11নয়, একেবারে দশ বছরের ছোট নায়ক নিকের সঙ্গে প্রেম করছেন প্রিয়াঙ্কা! হলিউডে জোর গুঞ্জন চলছে, চুটিয়ে প্রেম চালাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর প্রেমিকের নাম নিক জোনাস। পেশায় অভিনেতা–গায়ক নিকের সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। এমনটাই খবর বেরিয়েছে আমেরিকার সংবাদ মাধ্যমে।

সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি স্টেডিয়ামে বেসবল খেলা দেখতে যান প্রিয়াঙ্কা–নিক। দু’জনের স্টেডিয়ামে ঢোকার মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ফেলেন এক ভক্ত। পরে টুইটারে সেই ছবি দিতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। গুঞ্জন শুরু হয় দু’জনের সম্পর্ক নিয়ে। এছাড়াও নানা জায়গায় একসঙ্গে দেখা গেছে দু’জনকে। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন নিক–প্রিয়াঙ্কা। সোশাল সাইটেও সেই ছবি দিয়েছেন নিক।
Priyanka-nik-www.jatirkhantha.com.bd
যদিও একবছর আগেই দু’‌জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু কেউই মুখ না খোলায় তা ধামাচাপা পড়ে যায়। কিন্তু সম্প্রতি দু’‌জনের সম্পর্ক নিয়ে হলিউডে শুরু হয়েছে আলোচনা। তাঁর চেয়ে ১০ বছরের ছোট নিকের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন ৩৫ বছরের প্রিয়াঙ্কা।