• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

জুতা পায়ে কোমলমতি স্কুল-ছাত্রদের পিঠে উঠে নেতার এ-কেমন রসিকতা


প্রকাশিত: ৭:০৭ পিএম, ১ ফেব্রুয়ারি ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭২ বার

চাঁদপুর প্রতিনিধি  :  জুতা পায়ে কোমলমতি স্কুলছাত্রদের পিঠে উঠে অনুষ্ঠানে এলেন প্রধান অতিথি chandpur_al-www.jatirkhantha.com.bdআওয়ামী লীগ নেতা চাঁদপুর হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জনপ্রতিনিধি হয়েও ছাত্রদের পিঠের ওপর হেঁটে অমানবিক উদযাপন করলেন এই আওয়ামী লীগ নেতা।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নীলকোমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং চাঁদপুর হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।

ওই আওয়ামী লীগ নেতার এমন অমানবিক ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য ইতোমধ্যে সমালোচনার ঝড় উঠেছে। বুধবার সকালে এ নিয়ে অভিভাবকরা জানান, শিশুদের মানবসেতুতে হাঁটার সময় আওয়ামী লীগের ওই নেতার পায়ে জুতা ছিল। শিশুদের সঙ্গে এ ধরণের  আচরণ অমানবিক ও জঘন্য। আমরা এর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই।

নীলকোমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, প্রতিবছর স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আমরা ছাত্রদের নিয়ে মানবসেতু করে থাকি। তারই অংশ হিসেবে অতীতের মতো এবারও শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়। ওই মানবসেতুতে শিশুদের অনুরোধেই প্রধান অতিথি চাঁদপুর হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী হেঁটেছিলেন।

এ ব্যপারে চাঁদপুর হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী ফোনে জানান, প্রতিবছর ওই বিদ্যালয়ে শিশুদের নিয়ে একই অনুষ্ঠান হয়। বাচ্চাদের অনুরোধে ওই মানবসেতুতে আমি উঠেছিলাম। এসময় খুশি হয়ে তাদের আমি ৫ হাজার টাকাও দিয়েছি।