জুতা খুলে দৌড়েও শেষরক্ষা হলোনা নেপালের ধামালার !
স্পোর্টস রিপোর্টার : জুতা খুলে দৌড়েও শেষরক্ষা হলোনা নেপালের ধামালার ! ‘মাথার টুপি ফেলে দিয়েছেন, পায়ের জুতা ফেলে দিয়েছেন। শুধু তার শরীরটা দৌড়ে যাচ্ছে।’ এই কথাগুলো বলেই নেপালের ওপেনার সুনীল ধামালার রান নেয়ার পরিস্থিতি বর্ণনা করতে হয়েছিল ধারাভাষ্যকারকে।
পড়িমরি করে দুটি রান নিতে গিয়ে জুতা খুলেই দৌড় দিয়েছিলেন ধামালা। সেই যাত্রায় বেঁচে গেলেও পরে রানআউট হয়েই সাজঘরে ফিরতে হয়েছে নেপালের এই ডানহাতি ওপেনারকে। ঘটনাটি বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ১২তম ওভারের। বোলিং করছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
লেগ সাইডে বল ঠেলে দিয়ে একটি রান অনায়াসেই নিয়েছিলেন নেপালের অধিনায়ক রাজু রিজাল ও ধামালা। ঝুঁকি নিয়ে দ্বিতীয় রান নেওয়ার সময় পা থেকে জুতা খুলে গিয়েছিল নেপালের ওপেনার ধামালার। শেষ পর্যন্ত সেভাবেই দৌড়ে দুই রান নিতে পেরেছিলেন নেপালের ব্যাটসম্যানরা।
সে যাত্রা বেঁচে গেলেও শেষ পর্যন্ত রানআউট হয়েই সাজঘরে ফিরতে হয়েছে ধামালাকে। ১৯তম ওভারের প্রথম বলে দারুণ ফিল্ডিং করে তাঁকে সাজঘরমুখী করেছেন নাজমুল হোসেন শান্ত। মন্থর ব্যাটিং করে ৬২ বলে ২৫ রান করতে পেরেছেন ধামালা।