• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

‘জিয়ার কবর সরানোর চক্রান্ত জীবন দিয়েও রুখে দেবে জনতা’


প্রকাশিত: ২:২৩ পিএম, ৫ ডিসেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৯ বার

 
স্টাফ রিপোর্টার : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘জিয়ার কবর সরানোর চক্রান্ত জীবন দিয়েও রুখে দেবে জনতা’। zলুই কানের করা সংসদ ভবনের মূল নকশা বাস্তবায়িত করার নামে জিয়ার মাজার সরানোর যে চক্রান্ত করছে সরকার, এটা কখনোই বাস্তবায়িত হবে না। কারণ, দেশের জনগণই এমন অন্যায় এবং চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংসদ ভবনের মূল নকশায় লুই কানের প্রধান নকশা করা হয়েছে পাকিস্তানের আইয়ুব খানের আমলে। সেই নকশায় প্রাধান্য পেয়েছে পাকিস্তানের পতাকা। সেই বিষয়টি শেখ হাসিনা বার বার এড়িয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বুঝতে পারছি না। মূল নকশা বাস্তবায়ন করার জন্য ইতোমধ্যে তিন কোটি টাকার ওপরে মালামাল আনা হয়েছে এবং বিভিন্ন প্রোজেক্ট হাতে নেওয়া হয়েছে।

অনেক কিছুর সঙ্গে সঙ্গে সংসদ ভবনের মাঝ দিয়ে মেট্রোরেল নেয়ার পরিকল্পনা করা হয়েছে বলে শোনা যাচ্ছে। হাসিনা সরকারের সংসদ ভবনের মূল নকশা বাস্তবায়িত করার পেছনে আমরা একটাই চক্রান্তের গন্ধ পাচ্ছি সেটা হচ্ছে শহীদ জিয়ার মাজার ওখান থেকে সরানো। যা করা কখনোই সম্ভব না। আমরা জীবন দিয়ে হলেও এটা করতে দেব না।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)নির্বাচন সম্পর্কে রিজভী বলেন, ‘নারায়ণগঞ্জে এবার বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নির্বাচন করবেন। তিনি একজন সংগ্রামী কর্মী। বর্তমান সরকারের অত্যাচারে জর্জরিত মানুষের পাশে দাঁড়াতে তার মতো একজন নেতা নারায়ণগঞ্জে এখন খুব দরকার।’

এসময় বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলু, বেলাল হোসেন, অ্যাড. সাখাওয়াত হোসেন, রুমিন ফারহানা প্রমুখ উপস্থিত ছিলেন।