• বুধবার , ২০ নভেম্বর ২০২৪

‘জিয়াকে কখনও মুক্তিযোদ্ধা মনে করিনা’


প্রকাশিত: ৪:৪১ পিএম, ৭ নভেম্বর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৪ বার

bangobandu-zia-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার :  জিয়াকে কখনও মুক্তিযোদ্ধা মনে করিনা এবং জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় কোনো অপারেশনে অংশ নেননি বলে মন্তব্য Tawfic imam-www.jatirkhantha.com.bdকরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেছেন, মেজর জিয়াউর রহমানকে আমি ভেতর থেকে চিনি। মুক্তিযুদ্ধের সময় তিনি আমাদের ক্ষতি করেছেন।

আমি তাকে কখনো মুক্তিযোদ্ধা মনে করি নি, ভবিষ্যতেও করবো না।  আজ জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা’ দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।এইচ টি ইমাম বলেন, খালেদ মোশাররফ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।  জাতি হিসেবে তার অবদান অামাদের স্মরণ করা উচিত।

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় কোনো অপারেশনে অংশ নেননি। তার যে অপারেশনগুলো সব কর্নেল তাহেরের করা। জিয়া যদি অারো ক্ষমতায় থাকার সময় পেতেন, তাহলে বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলতেন।