জিম্বাবুয়ে বাংলাদেশকে টার্গেট দিয়েছে-১৬৪ রান
স্পোর্টস রিপোর্টার খুলনা থেকে: চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য স্বাগতিক বাংলাদেশকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে।আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। দলের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা সর্বোচ্চ ৭৯ রান করেন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা করেন ৪৬ রান।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন ২টি করে এবং সাকিব আল হাসান ১টি উইকেট নেন।
শুক্রবার বেলা ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান দলকে দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে ১২ ওভারে ১০১ রান তোলেন তারা।
১২তম ওভারের শেষ বলে সিবান্দাকে সাজঘরে ফেরত পাঠিয়ে বাংলাদেশ শিবিরে দিনের প্রথম সাফল্য এনে দেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে সিবান্দা চারটি চার ও দুটি ছয়ের সহায়তায় ৩৯ বলে ৪৬ রান করেন।ইনিংসের পঞ্চদশ ওভারে দলীয় ১২৭ রানে ম্যালকম ওয়ালার রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলে জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটের পতন হয়। তিনি করেন ১৪ রান।
এরপর ইনিংসের ১৮তম ওভারে দলীয় ১৫০ রানে হ্যামিল্টন মাসাকাদজাও রান হয়ে সাজঘরে ফিরলে জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন হয়। তবে তার আগেই মাসাকাদজা তুলে নেন অর্ধশতক। ৯টি চার ও দুটি ছয়ের সাহায্যে ৫৩ বলে ৭৯ রানের ইনিংস খেলেন তিনি।
ইনিংসের ১৯তম ওভারে বল করতে এসে জোড়া আঘাত হানের পেসার মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম দুই বলেই এল্টন চিগুম্বুরা ও লুক জংয়েকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান তিনি। চিগুম্বুরা আউট হওয়ার আগে ৩ রান করতে সক্ষম হলেও জংয়ে কোনও রানই করতে পারেননি।
শেষ ওভারের বোলিংয়ে এসে জিম্বাবুয়ের ইনিংসে আঘাত হানেন পেসার আল-আমিন। ওই ওভারের প্রথম ও শেষ বলে দুই উইকেট তুলে নেন তিনি। ওভারের প্রথম বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সিকান্দার রাজা (৫)। আর শেষ বলে বোল্ড হয়ে ফেরেন শন উইলিয়ামস (২)।
যেহেতু এ বছর এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের মতো বড় দুটি আসরে নামছে বাংলাদেশ, সেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের এ সিরিজটাকে ফাইনালের আগে প্রিটেস্ট পরীক্ষা ধরছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।আর এর অংশ হিসেবে প্রথম ম্যাচে জয়ের প্রত্যাশাতেই মাঠে নেমেছে টাইগাররা।
অন্যদিকে সদ্যই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে নাস্তানাবুদ হয়ে আসা জিম্বাবুয়ের লক্ষ্য এই ম্যাচের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানো।প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে অলরাউন্ডার শুভাগত হোম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসানের।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, ও আল-আমিন।
জিম্বাবুয়ে দল: ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, পিটার মুর (উইকেটরক্ষক), শন উইলিয়াম, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), লুক জংয়ে, গ্রায়েম ক্রিমার, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্রায়ান ভিটোরি।