• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

জিপিএ-৫ এ সেরা ঢাকা-পাসের হারে রাজশাহী


প্রকাশিত: ১০:৫১ পিএম, ২৯ ডিসেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৫ বার

স্টাফ রিপোর্টার :  অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আট বোর্ডের মধ্যে jscপাসের হারে সেরা রাজশাহী। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মতো শীর্ষে ঢাকা বোর্ড।

সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার জেএসসিতে পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ। আট সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন।

আট শিক্ষা বোর্ডের মধ্যে গত বছরের মতো এবারও জেএসসিতে পাসের হারে সেরা রাজশাহী। এই বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ।

তবে গত চার বছর ধরে পাসের হারে সবার নিচে অবস্থান করা চট্টগ্রাম বোর্ডের এবার কিছুটা উন্নতি হয়েছে। পাসের হারে এবার সবার নিচে রয়েছে কুমিল্লা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬৮ শতাংশ।

এ ছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৩৬, বরিশালে ৯৭ দশমিক ৩৮, চট্টগ্রামে ৯০ দশমিক ৭৫, যশোরে ৯৫ দশমিক ৩৫, সিলেটে ৯৩ দশমিক ৩৭ এবং দিনাজপুরে ৯২ দশমিক ৯৯  শতাংশ।

ঢাকা বোর্ডে এবার গত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বেড়েছে ২২ হাজার ৩৪০ জন। ঢাকায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ৩৫০ জন। গত বছর এই বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ হাজার ১০ জন।

গত কয়েক বছরের মতো জিপিএ-৫ প্রাপ্তিতে সবার নিচে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ডে ১০ হাজার ২৫৫ জন জিপিএ-৫ পেয়েছে।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ৪০ হাজার ৪৭১, কুমিল্লা বোর্ডে ১৯ হাজার ১৮৬, যশোর বোর্ডে ২২ হাজার ৩, চট্টগ্রাম বোর্ডে ১৪ হাজার ১৩৫, বরিশাল বোর্ডে ১৫ হাজার ৫৭০ ও দিনাজপুর বোর্ডে ২৭ হাজার ৮৯ জন জিপিএ-৫ পেয়েছে।