• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত রাগীব আলীর সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিল


প্রকাশিত: ১:০৫ এএম, ১৯ জুন ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৫ বার

সিলেট প্রতিনিধি  :  জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত রাগীব আলীর মালিকানাধীন ‘সিলেটের ডাক’পত্রিকার silater dak-www.jatirkhantha.com.bdডিক্লারেশন বাতিল করা হয়েছে। রোববার ডিক্লারেশন বাতিলের নোটিশ সিলেটের ডাক কর্র্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) রাহাত আনোয়ার জানান, বৃহস্পতিবার ডিক্লারেশন বাতিলের নোটিশে স্বাক্ষরের পর রোববার সিলেটের ডাক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পত্রিকাটির প্রকাশক রাগীব আলী সাজাপ্রাপ্ত হওয়ায় এই ব্যবস্থা নেয় জেলা প্রশাসন। ডিক্লারেশন বাতিলের ফলে পত্রিকাটি আর প্রকাশ করা যাবে না।

১১ এপ্রিল কথিত দানবীর রাগীব আলীর মালিকানাধীন সিলেটের ডাক বন্ধের আবেদন করেছিলেন বশির আহমদ নামে এক লেখক। আবেদনে বলা হয়, পৃথক ৩টি মামলায় ২৯ বছরের সাজাপ্রাপ্ত রাগীব আলীর মালিকানাধীন দৈনিক সিলেটের ডাক বেআইনিভাবে প্রকাশিত হচ্ছে।

গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে সিলেটের ডাক প্রকাশক রাগীব আলীর নাম বাদ দিয়ে আবদুল হান্নানকে ভারপ্রাপ্ত সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক লেখা হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।