• সোমবার , ২৭ জানুয়ারী ২০২৫

‘জামায়াত-শিবির গংরা বেঁচে ছিল ইসলামী ব্যাংকের টাকায়’


প্রকাশিত: ১:৩৬ পিএম, ১৪ জানুয়ারী ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩৯ বার

স্টাফ রিপোর্টার  :  ইসলামী ব্যাংকের অর্থেই জামায়াত-শিবির বেঁচে ছিল বলে মন্তব্য করেছেন islamibank-www.jatirkhantha.com.bdইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। শনিবার সকালে গুলশানের লেক শোর হোটেলে আয়োজিত ‘জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতের সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ইসলামী ব্যাংকে সংস্কার আনার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটার উপর ভিত্তি করেই রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট রিসার্স ইন্সটিটিউট (রাত্রি) এ বৈঠকের আয়োজন করে।

সামীম মোহাম্মদ আফজাল বলেন, ইসলামী ব্যাংকের সংস্কার হলেও জনগণের আমানত সরকার যথাযথভাবে সংরক্ষণ করবে। বিভিন্ন ব্যাংকের কর্মরত অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বর্তমানে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। ব্যাংকটির বর্তমান পর্ষদ দেশের অন্য যে কোনো ব্যাংক থেকে সেরা।

তিনি আরও বলেন, ২০০৫ ও ২০১২ সালে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছিল। কারণ ব্যাংকটির মাত্র ৫ ভাগ মাইক্রোক্রেডিট জনগণ পেত। এখন থেকে পুরোটাই পাবে তারা।