• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

জাতীয়করণের তালিকায় কাঠালিয়া পাইলট স্কুল।দিনব্যাপী পরিদর্শন


প্রকাশিত: ৭:৩৫ পিএম, ১১ সেপ্টেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২১১ বার

 
কাঠালিয়া প্রতিনিধি. মো.মোছাদ্দেক বিল্লাহ্ : জাতীয়করণের তালিকায় কাঠালিয়ার কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়  1377129012পরিদর্শন সম্পন্ন হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বরিশাল আঞ্চলিক শাখার কর্মকর্তারা দিনব্যাপী এ পরিদর্শন করেন।

এ সময়ে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক অফিসের উপ-পরিচালক ডঃ মিজানুর রহমান, এ.ডি এবাদুল হক ও আই.এস মোঃ জাহাঙ্গীর হোসেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কর্তকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ জানান।

প্রধান শিক্ষক বিদ্যালয়টি জাতীয় কারণের তালিকায় অন্তর্ভূক্ত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাছিনা, মাননীয় শিল্প মন্ত্রী আমীর হোসেন আমু, মাননীয় শিক্ষা নুরুল ইসলাম নাহিদ, ঝালকাঠি ১ এর রাজাপুর-কাঠালিয়ার সংসদ সদস্য মোঃ বজলুল হক হারুন, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তরুন সিকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।