জাতীয় পুরুষ হ্যান্ডবল আগামী ২০ মে-ফেডারেশনের নয়া কমিটির সিদ্ধান্ত
স্পোর্টস রিপোর্টার : এস এ গেমস ও ন্যাশনাল চ্যাম্পিয়নস লীগ এগিয়ে নিতে কাজ শুরু করল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নব গঠিত কার্যনির্বাহী (এ্যাডহক) কমিটি। একই সঙ্গে আগামী ২০ মে জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান কমিটি প্রতিযোগিতা আয়োজন ও পরিচালনা কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানানো হয়েছে।
এদিকে গতকাল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভা কক্ষে নব গঠিত কার্যনির্বাহী (এ্যাডহক) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।
সভায় জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ভবিষ্যত করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আগামী ২০ মে জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান কমিটি প্রতিযোগিতা আয়োজন ও পরিচালনা কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন আহাম্মেদ।
তিনি বলেন, গতকাল কার্যনির্বাহী (এ্যাডহক) কমিটির সভায় ২০টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় আগামীতে এস এ গেমস, ন্যাশনাল চ্যাম্পিয়নস লীগ, স্কুলকেন্দ্রিক গেমস নিয়েও আলোচনা করা হয়েছে। শিগগির এসব কার্যক্রম এগিয়ে নিয়ে হ্যান্ডবল ফেডারেশন এগিয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন দৈনিক সত্যকথা প্রতিদিন কে।