• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

জাতিরজনকের সমাধিসৌধে সেনাপ্রধান


প্রকাশিত: ৭:২৪ পিএম, ২৭ জুন ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

গোপালগঞ্জ প্রতিনিধি :  বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ টুঙ্গিপাড়ায় জাতিরজনক army-chief-tungipara-www.jatirkhantha.com.bdবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।আজ বুধবার সকাল সোয়া ১০ টায় সেনাপ্রধান টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পূর্ণ সামরিক মর্যাদায় সশস্ত্র সালাম প্রদান করা হয়। পরে সেনাপ্রধান ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
এসব কর্মসূচি শেষে সেনাপ্রধান বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মো. নাঈম আশফাক চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল সালাহ উদ্দিন আহমেদসহ পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।