• বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪

জলের মোহটান -শাহানারা ঝরনা


প্রকাশিত: ২:৪৮ পিএম, ২৮ অক্টোবর ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৬৭ বার

jalar mohotan-www.jatirkhantha.com.bdসুখের মন্বন্তরে বৈরাগি শিশির কাঁদে ।
পূর্ণতার খসড়া খাতায় বিবাগি কিষাণি আঁকে
সনাতনী গেরস্থালির নকশা । শূন্যতা মানতেই হয়
মধ্যবয়সী অনুভব নিয়ে , মধ্যবিত্ত জীবন এগোয় ।
বিকেলের হাত ধরে হাঁটে আস্বাদিত কৈশোর ।

shahanara-www.jatirkhantha.com.bd
সবুজ পাতারাও জানে বনেদি প্রেমের ইতিহাস ।
জানে চোখের নদী থেকে কষ্টের জল সরে গেলেই
পরাণের গহীনে জাগে আতর -উত্তাপ !
নিশ্চুপ বসে থাকে স্বজনহারা নদী ।
জলের মোহটান বড় দুর্বোধ্য মনে হয় !!