• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

জনপ্রিয় তারকা নির্মাতা জাহিদ হাসান এশিয়ান টিভির প্রধান উপদেষ্টা হলেন


প্রকাশিত: ৭:১৩ পিএম, ২৬ জুলাই ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৩১ বার

স্টাফ রিপার্টার :  জনপ্রিয় তারকা নির্মাতা জাহিদ হাসান এশিয়ান টিভির প্রধান উপদেষ্টা হলেন। এরই মধ্যে এই প্রতিষ্ঠানটির jahid hasan-harun-www.jatirkhantha.com.bdচেয়ারম্যান হারুণ অর রশীদের সঙ্গে তার আলোচনা চূড়ান্ত হয়েছে। এশিয়ান টিভি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জাহিদ হাসানের হাতে নিয়োগ পত্র তুলে দেন তিনি।

আজ ২৬ জুলাই বুধবার সকালে এর সত্যতা স্বীকার করেছেন জাহিদ হাসান। তিনি বলেন, ‘খুব চ্যালেঞ্জিং একটা কাজ হাতে নিয়েছি। ওরা সবাই জোর করে ধরেছে। আমিও দেখলাম, এটা তো আমাদের কাজেরই একটা অংশ। যদি সব কিছু ঠিকঠাক মতো চলে, তাহলে হয়তো আমরা এশিয়ান টিভিকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারব।’

জাহিদ হাসান আরও বলেন, আমি এখন ঈদের কাজ নিয়ে খুবই ব্যস্ত। ঈদের আগে এশিয়ান টিভির কর্তৃপক্ষকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছি। এগুলো তারা বাস্তবায়ন করুক। ঈদের পর আমি নিয়মিত সব কিছু তদারকি করব। প্রতিদিন অফিসে যাওয়া হবে না। কিন্তু আমার কাজের ফাঁকে যতটা সম্ভব সাপোর্ট দিব।আর এশিয়ান টিভি থেকে জানানো হয়েছে, নতুন কিছুর জন্য প্রত্যাশা রইল জাহিদ হাসানের কাছে।