দিল্লী থেকে. শিলা নায়ার: জনগনের ভালবাসায় এগিয়ে গেল আম আদমি পার্টির-কেজরিওয়াল।
শনিবার ৭০ আসনের দিল্লি বিধানসভার নির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে, জানিয়েছে বিবিসি।নির্বাচনে জয়ী হলে প্রার্থী সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদি’কে মুখ্যমন্ত্রী করার ঘোষণা দিয়েছে বিজেপি। কিন্তু জরিপ বলছে, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের কাছে পরাজিত হবেন তিনি।ভারতের শেষ সাধারণ নির্বাচনে বিজেপি’র ব্যাপক জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মোদী। তারপর থেকে মোদির জনপ্রিয়তার জোয়ার বইছে, কিন্তু তা যেন দিল্লিতে এসে থমকে গেছে।‘মোদী ঢেউ’কে ছাপিয়ে আম আদমি’র পালে জোর হাওয়া লেগেছে।
কয়েক মাস আগেও মোদীর বিজেপি’র সামনে কেউ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, তাও আবার খোদ রাজধানী দিল্লিতে, তা ভাবতেও পারেননি কেউ। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে রাজ্য নির্বাচনে একের পর এক জয় পেয়েছে বিজেপি।দিল্লি জয় করে নিজের মুকুটে আরেকটি পালক গুজবেন মোদী, এমন ধারণাই প্রচলিত ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শক্তিশালী নির্বাচনী প্রচারণার মাধ্যমে সামনে চলে আসেন ‘আম আদমি’ পার্টি বা সাধারণ জনতার দলের নেতা কেজরিওয়াল।বাড়তে থাকা দ্রব্যমূল্য, চাকরির অনিশ্চয়তা ও দুর্নীতি দিল্লি খেটে খাওয়া মানুষদের দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা কেজরিওয়ালের আম আদমির পতাকার নীচে জড়ো করেছে।
ভারতীয় রাজধানী এলাকার এই নির্বাচন প্রথমবারের মতো মোদীর জনপ্রিয়তার সত্যিকার পরীক্ষা নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধান প্রধান সবগুলো নির্বাচনী জরিপেই বিজেপি’র প্রধান প্রতিদ্বন্দ্বি কেজরিওয়ালের নেতৃত্বাধীন এএপি এগিয়ে ছিল।নির্বাচনে দিল্লির ১২,০০০ ভোট কেন্দ্রে এক কোটি ৩০ লাখ ভোটারের ভোট দেয়ার কথা রয়েছে। দিল্লিজুড়ে ৫৫,০০০ পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।ভোট গ্রহণের তিনদিন পর মঙ্গলবার আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা রয়েছে।ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন পড়েছে। পুরো ভারতের মনযোগ এখন দিল্লির দিকে।