• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

জনগণকে তথ্য দিতে হবে স্বপ্রণোদিত হয়ে-প্রধান তথ্য কমিশনার


প্রকাশিত: ১:২৯ এএম, ১০ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০৮ বার

স্টাফ রিপোর্টার :  তথ্য কমিশনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের cic-www.jatirkhantha.com.bd(রাজউক) কার্যালয় পরিদর্শন করেছে।প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমানের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের সদস্যরা রাজউক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় প্রধান তথ্য কমিশনার বলেন, বাংলাদেশের সংবিধানে জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করা হয়েছে। এ অধিকারকে আরও শক্তিশালী করতে তথ্য অধিকার আইন করা হয়েছে। তাই জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে হবে এবং সেবা দাতাদেরও স্বপ্রণোদিত হয়ে তথ্য সরবরাহ করতে হবে।

এ সময় তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেন, কোনো কর্মকর্তা তথ্যপ্রাপ্তির আবেদন গ্রহণে অস্বীকৃতি জানালে, ইচ্ছাকৃতভাবে তথ্য সরবরাহে বিলম্ব করলে বা মিথ্যা তথ্য সরবরাহ করলে তার বিরুদ্ধে জরিমানা করা হবে।

রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজউক বোর্ড সদস্য আকতার উজ জামান, আবদুর রহমান, আসমাউল হোসেন, জিয়াউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।