জঙ্গি কানেকশনে ধরা পড়ে রিমান্ডে হাসনাত-তাহমিদ
স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় জিম্মি অবস্থা থেকে মুক্তি পাওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদকে ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম নূর নাহার এই রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের দুইজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর। এসময় আসামিদের আইনজীবী তাদের জামিনের জন্য আদালতে আবেদন করেন।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, গুলশান আড়ংয়ের সামনের রাস্তা থেকে গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে হাসনাতকে গ্রেফতার করা হয়। এরপর রাত পৌনে ৯টার দিকে তাহমিদকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।