• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘জঙ্গি ও ধর্মান্ধদের উচ্ছেদ করতে প্রয়োজনে আরেকটি লড়াই হবে’


প্রকাশিত: ১২:১০ এএম, ২৭ ফেব্রুয়ারি ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৭ বার

স্টাফ রিপোর্টার   :    প্রয়োজনে আরেকটি লড়াই করে জঙ্গি ও ধর্মান্ধদের উচ্ছেদ করতে হবে’ মুক্তিযুদ্ধ বিষয়ক 1মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘৭১ সালের মতো প্রয়োজনে আরেকটি লড়াই করতে হবে। এ দেশের মাটি থেকে জঙ্গি ও ধর্মান্ধদের উচ্ছেদ করতে হবে।’তিনি ছোট ছোট স্কুল কলেজের ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা আগামী দিনের প্রজন্ম। তোমরাই এ দেশের পতাকাকে সমুন্নত রাখবে। বহু কষ্টে অর্জিত এ পতাকা যাতে মাটিতে লূন্ঠিত না হয়, সে দিকে খেয়াল রাখবে।’

মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘১৫তম মুক্তি উৎসব’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল, সাতাঁরে স্বর্নজয়ী মাহফুজা আক্তার শিলা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি আক্কু চৌধুরী ও জাদুঘরের ট্রাষ্টিরা।

তিনি বলেন, ‘পবিত্র ধর্মের দোহাই দিয়ে বলা হচ্ছে ‘মেয়েদের ৪র্থ শ্রেণির বেশী পড়ার দরকার নেই’। মৌলবাদীরা চায়না মেয়েরা বড় হোক । তারা চায়না দেশের উন্নয়ন হোক। মন্ত্রী বলেন, ‘কিছু মৌলবাদী দেশকে পাকিস্তান বানাতে চায়। তারা পাকিস্তানের স্বপ্ন দেখছে। যারা পাকিস্তান বানাতে চায় তাদের সাথে লড়াই চলবে। ওদের পতন যেমন ৭১’সালে হয়েছিল ঠিক তেমনি এখনও হবে।’