জঙ্গিবাদ নিয়ে বারবার কথা বলে সরকার এখন নিজেই ফাঁদে : খন্দকার মাহবুব
স্টাফ রিপোর্টার.ঢাকা: জঙ্গিবাদ নিয়ে বারবার কথা বলে সরকার এখন নিজেই ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘জঙ্গিবাদ বিএনপির কোনো বক্তব্য নয়। পশ্চিমা বিশ্বের সাহায্য পাওয়ার আশায় সরকারের লোকজন কথায় কথায় জঙ্গিবাদ উত্থানের কথা বলতেন। সরকার এখন সেই ফাঁদে আটকা পড়েছে।’বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় দল আয়োজিত ‘জঙ্গিতত্ত্বের আবিষ্কার: সংকট ও পরিণতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, এ এইচ এম শামীম প্রমুখ।
খন্দকার মাহবুব বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সমস্যার মূল কারণ ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন। যারা আগে জঙ্গিবাদের গডফাদার হিসেবে পরিচিত ছিল,তারাই এখন কথায় কথায় জঙ্গিবাদ উত্থানের কথা বলেন।
২০ দলের নেতাকর্মীদের আন্দোলন ও দাবিকে তারা জঙ্গিবাদ বলেছেন।’তিনি বলেন, ‘সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছে। সরকার জঙ্গিবাদ প্রচার করে দেশের ইমেজ ক্ষুণ্ণ করেছে। কয়েকটি দেশের ট্রাভেল অ্যালার্ট জারি আমাদের জন্য লজ্জার ব্যাপার।’