জঙ্গিবাদ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স কি কাল হলো এসপি বাবুলের?
সাইফুল বারী মাসুম : চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের মতে, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সর্বদা জিরো
টলারেন্স দেখাতেন এসপি বাবুল।অকুতভয় পদক্ষেপে এগিয়ে যেতেন।চট্টগ্রামে জেএমবির সামরিক কমান্ডার জাবেদসহ তার সহযোগীদের ধরেছিলেন এসপি বাবুল ধরেছিলেন জীবনের মায়া ত্যাগ করেই।
আর এরপর থেকেই তার ওপর জেএমবির সামরিক শাখার ক্যাডাররা তাকে হুমকি দিয়ে আসছিল। এর
জের ধরেই কি এসপি বাবুলের স্ত্রীকে হত্যা করা হলো?
জানা গেছে, এসপি বাবুল আক্তার চট্টগ্রামে জেএমবির সামরিক প্রধান জাবেদসহ বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতারের পাশাপাশি দেশে নতুন করে জঙ্গিবাদের উত্থানটি আবিষ্কার করেছিলেন। আর এজন্য সম্প্রতি তাকে হত্যার একাধিক হুমকি দেয়া হয়েছিল। পুলিশ ও গোয়েন্দারা সন্দেহ করছেন নিষিদ্ধ জঙ্গিরাই এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে।
যেভাবে হত্যা করা হয় বাবুলের স্ত্রীকে-
জানা গেছে, সকালে বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু তার ছেলে ও মেয়েকে ক্যান্টনমেন্ট স্কুলে নিয়ে যাচ্ছিলেন। তাদের স্কুলবাসে তুলে দেয়ার পরপরই তিনি পায়ে হেটে আসছিলেন। এসময় জিইসি মোড়ে মোটরসাইকেলে এসে তিন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাবুল আক্তার সম্প্রতি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। দীর্ঘদিনের কর্মস্থল সিএমপি ছেড়ে পুলিশ সদর দফতরে যোগদানের জন্য বৃহস্পতিবার তিনি ঢাকায় আসেন। স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।