‘ জঙ্গিবাদ তৈরির ক্ষেত্রকে পিস স্কুল উৎসাহিত করেছে’
স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পিস স্কুল যারা পরিচালনা করছেন তারা আমাদের স্বাধীনতার চেতনার বিরোধী শক্তি। তারা এখানে এমনই মনোভাব তৈরি করছেন যেগুলো জঙ্গিবাদ তৈরির ক্ষেত্রে, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিপথগামী করতে উৎসাহিত করে।
বুধবার ঢাকায় এক অনুষ্ঠানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ বলেন, পিস স্কুলে যে লেখাপড়া হচ্ছে, পরিবেশ সৃষ্টি হচ্ছে, মানসিকতা গড়ে তোলা হচ্ছে এটি আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীর জন্য, দেশের জন্য কখনও মঙ্গলকর নয়। যার জন্য এ ধরনের প্রতিষ্ঠান আমরা চালাতে দিতে পারি না।
তিনি বলেন, বন্ধ করে দেয়া পীস স্কুলগুলোর শিক্ষার্থীদের দায়িত্ব বিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে। ড়০ড়মন্ত্রী বলেন, পিস স্কুল বন্ধ রেখেছি, আরও তদন্ত করে সঠিকগুলো বের করে ব্যবস্থা নেব। আমরা এগুলো সম্পর্কে জেনে-বুঝে তারপর করণীয় স্থির করব।
মঙ্গলবার দেশের সব ‘পিস’ স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণাণলয়। পাশাপাশি বোর্ডের অনুমোদন নেওয়া লালমাটিয়ার একটি পিস স্কুলের নিবন্ধনও বাতিলের নির্দেশ দেয়া হয়।