• রোববার , ২৬ জানুয়ারী ২০২৫

জঙ্গিবাদ এখন সহনীয় পর্যায়ে-স্বরাষ্ট্রমন্ত্রী,রংপুর মেট্রোপলিটন সিটি হবে-টিপু মুন্সি


প্রকাশিত: ৮:১০ পিএম, ১১ জানুয়ারী ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৯ বার

রংপুর প্রতিনিধি  :   স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সব ঘটনার রহস্য উদঘাটন করে জঙ্গিদের kamal-h-m-www-jatirkhantha-com-bdগ্রেফতার করা হয়েছে। এখন দেশে জঙ্গিবাদকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে।’ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫ তম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, এমপি লিটন হত্যাকারীদের গ্রেফতারে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর আগে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমরা সবগুলোর রহস্য উদঘাটন করে খুনিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।মন্ত্রী বলেন, এমপি লিটন হত্যাকারীদের খুঁজে বের করতে গোয়েন্দারা কাজ করছে। বেশ কিছু সিনিয়র অফিসার সেখানে অবস্থান করছেন। আশা করছি আমরা অচিরেই ভালো ফলাফল পাবো।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্য ইকবালুর রহীম এমপিসহ বেশ কয়েকজন এমপি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আবুল হোসেন, পুলিশের আইজিপি একেএম শহিদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি এমপি বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জরুরি ভিত্তিতে কাউন্টার টেরোরিস্ট টিম গঠন করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বাহিনী দেশের যেকোনও প্রান্তেই সন্ত্রাস বা জঙ্গিবিরোধী কর্মকাণ্ডে সরাসরি অংশ নেবে। এ জন্য তাদের সর্বাধুনিক অস্ত্রশস্ত্রসহ রসদ সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, জঙ্গিদের দমনে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হলে চলবে না। এ জন্য জনগনকে সচেতন করে তাদের মোটিভেট করার প্রয়োজন আছে। আজকের বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অচিরেই রাজশাহীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।’

সভা করার ব্যাপারে সংসদীয় কমিটির সভাপতি টিপু মুন্সি বলেন,‘জাতীয় সংসদের বাইরে এবারই কোনও সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। এ জন্য স্পিকার আমাদের অনুমতি দিয়েছেন।তিনি আরও বলেন, রংপুর হচ্ছে সবচেয়ে অবহেলিত অঞ্চল। অনেক পরে রংপুরকে বিভাগ করা হয়েছে। সবকিছু বিবেচনা করে রংপুরে সংসদীয় স্থায়ী কমিটির সভা করা হয়েছে।এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রংপুরকে মেট্রোপলিটন সিটি করার ব্যাপারে আইন প্রণয়নের কাজ শেষ হয়েছে। আশা করি আগামী সংসদ অধিবেশনে এই আইন উত্থাপন করা হবে।