• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ


প্রকাশিত: ১২:৩১ পিএম, ৩০ এপ্রিল ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩০ বার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার   :   ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে ও দোষী শিক্ষকের বিচার দাবিতে 1রাজধানীর তেজগাঁওয়ের আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভবনের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক সেলিম জানান, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে কয়েকদিন যাবৎ প্রচারণা চালাচ্ছিল শিক্ষার্থীদের একটি অংশ। এরই অংশ হিসাবে সকালে ক্যাম্পাসে অবস্থান নিয়ে ওই শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

তবে অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং একটি মহল তার ক্ষতির চেষ্টা করছে উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা সেলিম।