• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ডুয়েট বন্ধ ঘোষণা


প্রকাশিত: ১২:৪৫ এএম, ৮ ডিসেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

gazi-duet-মোস্তফা কামাল প্রধান:    গাজীপুরের ডুয়েটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে ডুয়েটে ছাত্রলীগের দু’গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের হলের আসবাবপত্র ও মালামাল ভাংচুর করে। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পর পরিস্থিতি অবনতির আশংকায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিতের পাশাপাশি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্ররা হল ছেড়েছেন এবং আগামীকাল সকাল ৮টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছে।