• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

ছাত্রলীগের ঢাবি ঘাঁটিতে ছাত্রদলের হানা!বিভিন্ন ভবনে ছাত্রদলের তালা


প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৪ জুলাই ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫৫ বার

ঢাবি প্রতিনিধি   :   এবার ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ঘাঁটিতে ছাত্রদল  হানা দিয়েছে এবং বিভিন্ন --ভবন ও হলে ছাত্রদলের নেতাকর্মীরা তালা লাগিয়ে দিতেও সক্ষম হয়েছে। আজ রবিবার সকালে এ ঘটনায় তোলপাড় চলছে।

জানা গেছে, অর্থ পাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে ডাকা ধর্মঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে তালা দিয়েছে শাখা ছাত্রদল।রোববার ভোরে এ তালা দেয়ার ঘটনা ঘটে। পরে সকাল ৭টার দিকে তালাগুলো ভেঙে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

0এদিকে ধর্মঘটের সর্মথনে শনিবার রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের এক নেতাকে ধরে পুলিশে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।  আটককৃত ছাত্রদল নেতার নাম নূরে আলম ইমন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের হল কমিটির সদস্য।

জানা যায়, ধর্মঘটের সর্মথনে ভোরে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, এনেক্স ভবন, মোকাররম ভবনে তালা দেয় ছাত্রদলের কর্মীরা। অন্যদিকে কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবনের তালা সমূহে সুপার গ্লু দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা সমূহ ভেঙে ভবনে প্রবেশের ব্যবস্থা করে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জাতিরকন্ঠকে বলেন, কয়েকটি ভবনে তালা দেয়া হয়েছিল, তবে সকালে সেগুলো ভেঙে দেয়া হয়েছে। ছাত্রদলের ধর্মঘট থাকলেও পূর্বঘোষিত বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ক্লাস সমূহ অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।