• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

ছাত্রলীগের কামড়াকামড়ি শাবিপ্রবিতে-অস্ত্র উদ্ধার-৩ হল বন্ধ ঘোষণা


প্রকাশিত: ৫:০৩ পিএম, ২১ ডিসেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭৩ বার

শাবিপ্রবি প্রতিনিধি  :  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি আবাসিক হল ss১০ দিনের জন‌্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাও স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার সকাল ১০টার দিকে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ জানুয়ারি পর্যন্ত ছাত্রদের তিনটি আবাসিক হল বন্ধ এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তীতে আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে  ক্যাম্পাসে যেকোনো ধরণের সভা, সমাবেশ, মিছিল ও স্লোগান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে রাতে সৈয়দ মুজতবা আলী, বঙ্গবন্ধু ও  শাহপরান হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও হাতবোমা জব্দ করে পুলিশ। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তিনটি হল ১০ দিনের বন্ধের ঘোষণা দেয়। এবং ক্লাস-পরীক্ষা স্থগিত রাখে।
বিশ্ববিদ‌্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।