• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ছাত্রলীগার টাইগার মোফার চাপাতি শানের ফজিলত….


প্রকাশিত: ২:০৮ পিএম, ৫ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৮৩ বার

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ছাত্রলীগার টাইগার মোফা চাপাতি অস্ত্র শান দিচ্ছে। প্রকাশ্য chatroleage tiger-mofa-www.jatirkhantha.com.bdদিবালোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভবনের দেয়ালে এভাবে চাপতি শান দিয়ে সে এবার ক্লাস পরীক্ষা বন্ধ করে দিতে সক্ষম হয়। টাইগার মোফার ভয়ে আতংকে শেষমেষ পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকেও ঘটনা জনাতে সাহস পায়নি।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষার দুই হলে তালা দিয়েছেন এক ছাত্রলীগকর্মী।সোমবার সকালে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোফাজ্জল হায়দারের এই কর্মকাণ্ডের কারণে বিভাগের দ্বিতীয় বর্ষের সমাপনী পরীক্ষা শুরু হতে পারেনি বলে জানান সহকারী প্রক্টর প্রণব মিত্র।

গত ২ নভেম্বর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময়ে মোফাজ্জলের অস্ত্র হাতে ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তাকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তিনি ক্যাম্পাসে ‘টাইগার মোফা’ নামে পরিচিত ও চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারী।সহকারী প্রক্টর প্রণব বলেন, সোমবার থেকে ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মোফাজ্জল এই ব্যাচের ছিল জানিয়ে তিনি বলেন, ‘বহিষ্কৃত হওয়ায় সে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পায়নি।’‘সকাল ১০টায় পরীক্ষা শুরুর আগে মোফাজ্জল বহিরাগত কিছু ছেলেকে নিয়ে ২০২ ও ৩০৬ নম্বর কক্ষে তালা দেওয়ায় পরীক্ষা হতে পারেনি।