প্রিয়া রহমান.ঢাকা: ছাত্রদলে অছাত্র বিবাহিত দন্ডিত বিক্ষুদ্ধ নেতারা বোমা ফাটালো এবার চেয়ারপার্সনের বাসভবনের সামনে। অছাত্র বিবাহিত এবং দন্ডিত ছাত্রনেতাদের নিয়ে নয়া কমিটি করায় ক্ষুদ্ধ শহিদ জিয়ার হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ত্যাগী নেতা কর্মীরা। ক্ষোভের আগুনে পুড়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবনসহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাত বোমা ফাটিয়ে মনের জ্বালা মিটিয়েছে।এ অভিযোগ বিক্ষুদ্ধ নেতাকর্মীদের।
এর জের ধরে ছাত্রদলের নতুন কমিটির নেতারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গেলে বিক্ষুদ্ধ পদবঞ্চিত নেতারা কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে।
বুধবার রাত পৌনে ১১টার দিকে এই বিস্ফোরণের সময় খালেদা জিয়া তার কার্যালয়ের দোতলায় ছিলেন। বিস্ফোরণে কারও কোনও ক্ষতি হয়নি। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ গুলশানে খালেদার ওই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে।কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। এর আগে বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সামনে ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে একদল কর্মীর মিছিলের সময়ও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
রাজিব আহসানকে সভাপতি এবং আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করেন খালেদা জিয়া।ওই কমিটির নেতারা দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে যান। বিকালে সেখানে ‘পদবঞ্চিতদের’ মিছিল ও হাতবোমা বিস্ফোরণ ঘটে।
নয়া পল্টনে বিকালে বিস্ফোরণের চিত্র
রাতে রাজিব ও আকরামের নেতৃত্বে নতুন নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের কার্যালয়ে যান।রাত সোয়া ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত নতুন কমিটির নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা নেন বিএনপি চেয়ারপারসন। এরপর তিনি দোতলায় নিজের কক্ষে চলে যান।অন্যদিকে ছাত্রদলের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা কার্যালয়ের সীমানা প্রাচীরের মধ্যে অবস্থান নিয়ে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করছিলেন।এর মধ্যেই রাত ১০টা ৪২ মিনিটের দিকে কার্যালয়ের বাইরে উত্তর পাশে পরপর পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই দিন থেকে ‘নতুন কমিটি মানি না’ স্লোগানও শোনা যায়।অন্যদিকে ভেতরে অবস্থারত নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।তবে পরে বিস্ফোরণস্থলে আর কাউকে দেখা যায়নি। ইতোমধ্যে পুলিশও সেখানে চলে আসে।গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা আমরা তদন্ত করে দেখছি।