• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ছবি হিট করতে নায়িকা বিপাশা প্রিয়াংকার সাবেক বয়ফ্রেন্ডের সেক্স ভিডিও ফাঁস


প্রকাশিত: ৫:৩২ পিএম, ২৮ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬৭৩ বার

মিরা নায়ার   :   নায়িকা বিপাশা বসি ও প্রিয়াংকার  সাবেক বয়ফ্রেন্ডের ঘনিষ্ঠ সেক্স স্ক্যান্ডাল ফাঁস নিয়ে 000বলিউডে তোলপাড় চলছে।সেক্স স্ক্যান্ডালটিতে আসলে কোন নায়িকার তা অস্পষ্ঠ করে রাখা হয়েছে।তবে মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে এটি ছড়িয়ে দেয়া হয়েছে ছবিটি হিট হওয়ার জন্যে।

এমএমএস স্ক্যান্ডাল তো বি-টাউনে নতুন নয়। এ বার হরমন বাওয়েজার ভাইয়ের এমএমএস লিক হল ওয়েব দুনিয়ায়।

হরমন বাওয়েজা। যিনি অভিনয়ের জন্য নয়, বরং বিপাশা বসু এবং প্রিয়ঙ্কা চোপড়ার এক্স বয়ফ্রেন্ড হিসেবেই ইন্ডাস্ট্রিতে বেশি পরিচিত। এ বার শিরোনামে এলেন তাঁর তুতো ভাই জনি বাওয়েজা। সৌজন্যে এমএমএস স্ক্যান্ডাল। আর সেই এমএমএস এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে জনির ঘনিষ্ঠ মুহূর্তের এই ভিডিও। তবে বলি পাড়ার একটা বড় অংশ বলছে, ভিডিওটি এত ভাল ভাবে শুট করা হয়েছে যে, দেখে মনে হচ্ছে যেন ফাঁস করা হবে বলেই প্ল্যান করে শুটিং করা হয়েছে। কেউ আবার বলছেন, জনির আসন্ন ছবির ট্রেলর এটি!