চোরের মার বড় গলা-ওয়ং কি ভিক্ষা দিচ্ছে বাংলাদেশকে?
ম্যানিলা থেকে মুসা জাফরি : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে আরও ৯৬ লাখ ৪০ হাজার ডলার ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী ক্যাম সিন ওয়ং ওরফে কিম ওয়ং। এ অর্থ ১৫ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সরকারকে ফেরত দেবেন তিনি।
এদিকে ওয়ং এর এহেন আচরণে বিস্মিত বাংলাদেশীরা। সবাই বলাবলি করছেন-এযেন চোরের মার বড় গলা-ওয়ং কি ভিক্ষা দিচ্ছে বাংলাদেশকে?আজ মঙ্গলবার ফিলিপাইনের সিনেট ব্লুরিবন কমিটির চতুর্থ শুনানিতে চেয়ারম্যান তিওফিস্তো গিংগোনা (তৃতীয়) সগোনা ওয়ং-এর কাছে জানতে চান, ‘আপনি কি প্রকাশ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন পেসো ফেরত দেবেন?’
জবাবে ওয়ং বলেন, ‘হ্যাঁ, মুচলেকা দেব, কারণ বন্ধুদের কাছ থেকে আমাকে ধার করতে হবে। আর স্টক থেকে কিছু পাব। ১৫ দিনের মধ্যে নগদে এ অর্থ পরিশোধ করে দেব।’ পরে অবশ্য তিনি সময়টা সংশোধন করে ১৫ থেকে ৩০ দিন বলেন।
এর আগেও তিনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের মধ্যে ৮ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছেন। আইনজীবী ভিক্টর ফার্নান্দেজের মাধ্যমে গতকাল সোমবার ওয়ং ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে এই অর্থ ফেরত দেন।
ফিলিপাইনের গণমাধ্যম ইনকোয়ারার ও র্যাপলার-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় মুদ্রা ৩ কোটি ৮২ লাখ পেসোতে ফেরত দেওয়া এই অর্থ ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাসের (বিএসপি) কাছে জমা হয়েছে। কিম ওয়ংয়ের মালিকানাধীন ক্যাসিনো ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানির নামে এই অর্থ ফেরত দেওয়া হয়। এর আগে গত ৩১ মার্চ বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য ৪৬ লাখ ৩০ হাজার ডলার এএমএলসির কাছে জমা দেন কিম ওয়ং।