• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘চোখের দেখা’য় সাইমন-অহনার রহস্যজনক জরাজরি


প্রকাশিত: ৫:৫২ এএম, ৯ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৪৩ বার

11
বিনোদন ডেস্ক রিপোর্টার   :  সেন্সর বোর্ডে জমা পড়েছে পিএ কাজল পরিচালিত সাইমন–অহনা জুটির প্রথম ছবি ‘চোখের দেখা’। মঙ্গলবার দুপুরে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছবির নায়ক সাইমন। তাহলে কি ঈদেই মুক্তি পাবে সাইমন-অহনার চোখের দেখা!
22
কিন্তু  দেখা গেছে, চোখের দেখার চেয়ে ছবিটিতে নায়ক নায়িকার জরাজরি’র দৃশ্যাবলি অত্যন্ত বেশী।যা অনেকের কাছে দৃষ্ঠিকটু ঠেকেছে।এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে সেন্সর ছাড় পেয়ে যাবে চলচ্চিত্রটি। মুক্তির বিষয়ে যতদূর জানি দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে।’

পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পিএ কাজল। ছবিটিতে সাইমনকে দেখা স্পোর্স্ট পাগল এক ছেলের চরিত্রে। যে কিনা গ্রামের সুন্দরী কন্যা অহনার প্রেমে পড়ে। তাদের প্রেমের গল্প নিয়েই পিএ কাজলের ‘চোখের দেখা’।

এই চলচ্চিত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শামস সুমন ও শতাব্দী ওয়াদুদ।এরই মধ্যে পিএ কাজলের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন-অহনা। ছবির নাম ‘মন যারে চায়’