• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘চোখমারা’ প্রিয়া এবার ‘শিম্বা’র খাঁচায়!


প্রকাশিত: ৩:০৮ পিএম, ১২ মার্চ ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৮৫ বার

 

 

priya-eye-www.jatirkhantha.com.bd.1
বিনোদন রিপোর্টার :   সেই ‘চোখমারা’ প্রিয়া এবার শিম্বা’র খাঁচায়! করণ জোহর এবং রোহিত শেঠির চলচ্চিত্র ‘সিম্বা’তে প্রিয়া প্রকাশকে দেখা যাবে রণবীর সিংয়ের বিপরীতে । চোখ মারার কয়েক সেকেন্ডের ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় করেছেন প্রিয়া প্রকাশ ।বলিউড অভিনেতা ঋষি কাপুর লিখেছিলেনন, “আমি অনুমান করি, প্রিয়া বড় তারকা হবে। ওর এত এক্সপ্রেশন অথচ এত সরলতা । প্রিয়া, তুমি তোমার সময়ের সব অভিনেত্রীতে ছাড়িয়ে যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”

priya-eye-www.jatirkhantha.com.bd.2ঋষি কাপুরের অনুমান এবার সত্যি হতে চলেছে ।ডেকান ক্রনিকল সূত্রে জানা গেছে, বলিউডে প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের নতুন জীবন শুরু হতে চলেছে রোহিত শেঠির হাত ধরেই ।প্রিয়ার স্বপ্নের নায়ক রণবীর সিংয়ের বিপরীতেই তাকে দেখা যাবে ‘সিম্বা’ চলচ্চিত্রে।এই সিনেমার প্রধান চরিত্রে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন ‌রণবীর সিং। কিন্ত তার বিপরীতে কে থাকবেন‌ তা নিয়ে জল্পনা চলছিল বেশকিছুদিন ।
priya-eye-www.jatirkhantha.com.bd
কখনও সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান, কখনও শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরসহ অনেক নতুন অভিনেত্রীর নাম উঠে আসছিল । কিন্তু শেষ অব্দি প্রিয়া প্রকাশেই মুগ্ধ হয়েছেন ছবিটির প্রযোজক করণ জোহর।সেইকারণেই রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’য় প্রিয়াকে রণবীর সিংয়ের বিপরীতে নিতে ইচ্ছাপ্রকাশ করেছেন করণ।রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া এই প্রিয়াকে অনেকেই এখন আশা করছেন বলিউডে, যদিও নায়ক প্রধান এই চলচ্চিত্রটিতে অভিনেত্রীর জন্য তেমন বড় জায়গা নেই । তবু করণ জোহরের মাধ্যমে বলিউডে প্রবেশ নিঃসন্দেহে প্রিয়ার কাছে সুখবর ।এবছরের ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ‘সিম্বা’র ।