• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

চেতনের কপাল-বেতন ১ কোটি ২৬ লাখে চাকরি!


প্রকাশিত: ১:১৬ পিএম, ২১ নভেম্বর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

chaton-www.jatirkhantha.com.bdদিল্লী প্রতিনিধি:   রেকর্ড করলেন দিল্লির চেতন কক্কর। দিল্লি টেকনোলজিকাল ইউনিভার্সিটির ছাত্রকে বার্ষিক প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকায় (১৯ লক্ষ মার্কিন ডলার) নিযুক্ত করল সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল। পুসা রোডের স্প্রিংডেলস স্কুলের প্রাক্তনী জানিয়েছেন, দিল্লি টেকনোলজিকাল ইউনিভার্সিটি তাঁর জীবনটা আমূল বদলে দিয়েছে।

চেতনের মা দিল্লি ইউনিভার্সিটির কেমিস্ট্রি এবং বাবা ম্যানেজমেন্ট স্টাডিসের শিক্ষক।ডিটিইউ-এর ইনফর্মেশন টেকনোলজির ফাইনাল ইয়ারের পড়ুয়া চেতনের পড়াশোনার পাট চুকবে ২০১৬-তে। আগামী বছরই ক্যালিফোর্নিয়ার গুগলের সদর দফতরে যোগ দিচ্ছেন তিনি। বার্ষিক বেতন ১ কোটি ২৫ লক্ষ ৭৪ হাজার ২০০ টাকা।