• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ৩:১১ পিএম, ১২ মার্চ ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

1 চুয়াডাঙ্গা সংবাদদাতা  :  চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোড এলাকায় ভুলু (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে আকাশ (২০) নামে আরেক ছাত্রলীগ কর্মীকে।নিহত ভুলু শহরের জ্বিনতলা পাড়ার খবির উদ্দিনের ছেলে। শনিবার দুপুরে ফেরিঘাট রোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতাবস্থায় আকাশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন