• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গার উন্নয়নে আজ থেকে জিপুর অগ্নি পরীক্ষা


প্রকাশিত: ১২:৫৪ এএম, ২ ফেব্রুয়ারি ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬১ বার


আব্দুর রহমান জসিম .চুয়াডাঙ্গা থেকেJipu-www.jatirkhantha.com.bd
আজ থেকে  উন্নয়নের অগ্নি পরীক্ষায় নামছেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু । চুয়াডাঙ্গাবাসীর একটাই দাবি অবহেলিত এই জেলার সার্বিক উন্নয়ন। অবশ্য জিপু নির্বাচনের সময় সবার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে উন্নয়নের সঙ্গে কোন আপোষ করবেন না। এখন জনমনে প্রত্যাশা জিপু কি পারবেন চুয়াডাঙ্গার উন্নয়নের সিপাহসালার হতে!

উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে নির্বাচিত হওয়ার ৩৩ দিন পর আগামীকাল মঙ্গলবার  পৌর পিতার চেয়ারে বসবেন ওবাইদুর রহমান চৌধুরী(জিপু)।  শহরের টেকসই উন্নয়ন,ডিজিটাল পৌরসভা বিনির্মাণ সবার জন্যে সমান অধিকার বাস্তবায়ন তার প্রধান কাজ হবে বলে নির্বাচনকালে জোরেশোরে প্রচার চালিয়েছেন।

তার ওই প্রচারে পৌরবাসী তাকে বিমুখ করেনি। চুয়াডাঙ্গা র ইতিহাসে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী করে পৌরবাসী। মেয়রের দায়িত্বভার গ্রহণের পর পৌবাসীরও দাবি তিনি যেন তার নির্বাচনী ওয়াদা থেকে কোনোভাবে সরে না যান।

যেসব উন্নয়নকে তিনি প্রাধান্য দিয়েছেন তা যেন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হয়। এদিকে জিপুর  দায়িত্বভার গ্রহণ উপলক্ষে পৌর পরিষদ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। জিপু ও সকলের কাছে দোওয়া চেয়েছেন।