• বুধবার , ২৭ নভেম্বর ২০২৪

‘চুপচাপ রিকশায় বইসা থাক, কোনোদিকে তাকাইলে গুলি কইরা দিমু-বলেই ছিনতাই


প্রকাশিত: ৬:২৮ পিএম, ৯ এপ্রিল ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫২ বার

বিশেষ প্রতিবেদক  :   ‘চুপচাপ রিকশায় বইসা থাক, কোনোদিকে তাকাইলে গুলি কইরা দিমু-বলেই 1৭ লাখ ছিনিয়ে ছিনতাই করলো ৩ যুবক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই করা হয়েছে আজ শনিবার দুপুর ১টার দিকে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. আজমের বন্ধু সংগীত পাল জানান, উত্তর বাড্ডা হামজা গার্মেন্টসের ৭ লাখ টাকা আজ সকালে চকবাজার থেকে তাদের এক ক্রেতার কাছ থেকে নিয়ে যাচ্ছিলেন। রিকশায় তারা যাওয়ার পথে শহীদুল্লাহ হলের সামনে তিন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।

এসময় তারা রিকশার গতিরোধ করে। ব্যাগে অস্ত্র আছে বলে দাবি করে তারা তল্লাশি চালায়। এসময় এক যুবক পিস্তল বের করে আজমের বুকে ঠেকায়। ‘চুপচাপ রিকশায় বইসা থাক, কোনোদিকে তাকাইবি না, গুলি কইরা দিমু’ এই বলে তাদের আটকে দেয়।

এ সময় দুইটি মোটরসাইকেল এলে ওই তিন যুবক দ্রুত টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।এ ব্যাপারে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করা হচ্ছে।