• শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪

চুটিয়ে আড্ডা’য় হৈহুল্লোড়ে বিতর্কিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন


প্রকাশিত: ৫:৫৯ এএম, ১৩ আগস্ট ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৯৭ বার

ডেস্ক রিপোর্টার  :  চুটিয়ে আড্ডা হৈহুল্লোড় ও জম্পেশ খাওয়া-দাওযায় মেতে আছেন বিতর্কিত বাংলাদেশী লেখিকা 1তসলিমা নাসরিন। তসলিমা তার ফেসবুক পেইজে ৩ ঘন্টা আগে সেটা তুলে ধরেছেন অকপটে।

তসলিমা লিখেছেন, আজ রেঁধেছিলাম ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাচা মাছ, রূপচাঁদা মাছ, ভেটকি মাছ, মুগডাল, ঢেঁড়শ, বরবটি, লাউ, বাসমতি। এনেছিলাম মিষ্টি দই, পানতোয়া, মধুক্ষরা, ক্ষীরকদম, কাঁচাগোল্লা, লবঙ্গলতিকা, চন্দ্রপুলি।

2এসেছিল অগ্নি রায়, অমৃতা বেরা, উদয়শংকর। অনেকদিন পর খানিকক্ষণ আড্ডা হলো। অমৃতা তো নিরামিষাশী। অমৃতাই আমার দেখা প্রথম বাঙালি যে কি না মাছ মাংস খায় না। অগ্নি ইলিশ খেতে খুব ভালোবাসে। একসময় আমার বাড়িতে ইলিশের মরশুমে ইলিশ খেতে আসতো। মাঝখানে তিন চার বছর ওকে ইলিশের নেমন্তন্ন করা হয়নি।

3 আজকের ইলিশটা নাকি দুর্দান্ত হয়েছে, একেবারে মাখনের মতো। এত ভালো যখন লেগেছে, বাকি ইলিশগুলো একটা বাক্সে ভরে অগ্নিকে দিয়ে দিলাম। উদয় তো ইলিশই খায় না। অন্য মাছগুলো খেলো। ও মাংস খেতে খুব ভালোবাসে। ইলিশ ও খায় না, কারণ কাঁটা খুব বেশি তাই। ইলিশ পছন্দ করে না এমন বাঙালি খুব বেশি দেখিনি।