• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৭:৫৮ পিএম, ৩ জুন ১৪ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭৮ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে আগামী ৬ থেকে ১১ জুন পর্যন্ত চীন সফর করবেন।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসের।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। তিনি চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং, চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান উ ঝেনসেংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সফরকালে চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন। শেখ হাসিনা চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কাউন্সিলের  আয়োজনে চীন ও বাংলাদেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়নে সহযোগিতা ফোরামে ভাষণ দেবেন।