• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

চীনে ভূমিধসে নিখোঁজ ৯১


প্রকাশিত: ১:৪০ পিএম, ২১ ডিসেম্বর ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৫ বার

china-www.jatirkhantha.com.bdঅনলাইন ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরে একটি শিল্পপার্কে ভূমিধসে ৩৩টি ভবন দেবে এখনও অন্তত ৯১ জন নিখোঁজ রয়েছেন।রোববারের এ ঘটনায় ভবনগুলো থেকে অন্তত নয়শ’ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নিখোঁজদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩২ জন নারী। তাদের খোঁজে ঘটনাস্থলে কয়েকশ’ উদ্ধারকারী তল্লাশি চালাচ্ছেন।
স্থানীয় সময় রোববার সকালে শেনঝেন শহরে হেংতাইয়ু শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। ভূমিধসে হেংতাইয়ুর পাশের একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, এ ঘটনায় অল্প আঘাত পাওয়া সাতজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু ৯১ জন এখনও নিখোঁজ।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ৬০ হাজার বর্গমিটারের একটি এলাকা ছয় মিটার কাদার নিচে চাপা পড়েছে।

শেনঝেনের জরুরি বিভাগের প্রধান য়াং ফেং জানান, ৩৩টি ভবন দেবে গেছে অথবা বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব ভবনের মধ্যে তিনটি শ্রমিক ডর্মেটরি, কয়েকটি ফ্যাক্টরি ও দপ্তর, একটি ক্যান্টিন এবং অন্যান্য কয়েকটি ভবন রয়েছে।তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরুর নির্দেশ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নির্মাণকাজের বর্জ্যের বিশাল স্তূপ ধসে ভূমিধসের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলের পাশে ভবন নির্মানের জন্য পাইলিং চলছিল এবং সেখানে প্রায় দুই বছর আগে আরেকবার মাটি খনন করা হয়েছিল।ঘটনাস্থল হেংতাইয়ুর সঙ্গে হংকংয়ের সীমান্ত রয়েছে।গত নভেম্বরে চীনের ঝেজিয়াং প্রদেশের এক গ্রামে ভূমিধসে ৩৮ জন নিহত হন।