• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

‘চিহ্নিত ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার করা হবে’


প্রকাশিত: ২:৫৮ এএম, ২৭ ডিসেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

স্টাফ রিপোর্টার  :  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চিহ্নিত ১৯৫ জন majammall-www-jatirkhantha-com-bdপাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার করা হবে। এ জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে। বাংলাদেশি মানবতাবিরোধিদের বিচার হলেও পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার এখনও সম্ভব হয়নি। তবে তাদের বিচারও করা হবে। মন্ত্রী সোমবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশ গণআজাদী লীগ আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, দীর্ঘদিন স্বাধীনতাবিরোধিরা ক্ষমতায় থাকায় জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা পেয়েছে। তবে বর্তমান সরকার জঙ্গিবাদ নির্মূল করে সব ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার।